২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে পাওনা টাকা চাইতে গিয়ে সন্ত্রাসী হামলায় আহত-২

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ সন্ত্রাসীর হামলায় মোঃ খায়রুল ইসলাম(৩৫) ও তার শালিকা রুমি বেগম(২২) আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার(৩০এপ্রিল) রাত সাড়ে ৮টায় গাজী বাড়ির ভিতরে বসে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলো নগরের ১৪ নং ওয়ার্ড গাজী বাড়ির বাসিন্দা মৃত আবদুর রশিদ হাওলাদারের ছেলে ও তার শালিকা। আহতরা বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এ নিয়ে আহত খাইরুল বলেন, আমার স্ত্রী নাসরিন বেগম(২৫) ও শালিকা রুমি বেগমের কাজ থেকে একই এলাকার বাসিন্দা হারুন ৪৩ হাজার টাকা ধার নেয়। সেই টাকা নিয়ে বিভিন্ন টালবাহানা করে হারুন। ঘটনার সময় সেই পাওনা টাকা চাইলে উভয়ের ভিতরে তর্ক-বিতর্ক সৃষ্টি হয়। বাক-বিতণ্ডার এক পর্যায়ে হারুনের পক্ষ নিয়ে ওই এলাকার বাসিন্দা মৃত হাসেম খানের সন্ত্রাসী ছেলে শাহ আলম খান ও স্ত্রী ফরিদা বেগম সহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রুমি বেগমের ওপর হামলা চালায়।

এসময় তাকে বাঁচাতে তার দুলাভাই খায়রুল ইসলাম ছুটে আসলে তাকে পিটিয়ে রক্তাক্ত করে। এসময় পকেটে থাকা ৫০ হাজার টাকা এবং রুমি বেগমের গলার স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায় এ সন্ত্রাসীরা বলেও অভিযোগ করেন আহতের স্বজনরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিমে প্রেরণ করেন।

এ নিয়ে কতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম (ওসি) জানান, এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

তবে হাসপাতালে কাগজপত্র সংগ্রহ করে মামলা দায়ের করা হবে বলেও আহতের স্বজনরা গণমাধ্যমকর্মীদের আরও জানান।

সর্বশেষ