২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে ফুটপাথ থেকে অবৈধ দোকান উচ্ছেদ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর সাগরদী বাজার এলাকার ফুটপাথ থেকে অন্তত অর্ধশত অবৈধ দোকান উচ্ছেদ করেছে সিটি কর্পোরেশন। রোববার মৌখিক নির্দেশনার পরে সোমবার বিকেলে দোকানগুলো উচ্ছেদ করা হলো।

সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস জানিয়েছেন, ফুটপাথ দখল করে দোকানপাট করায় পথচারী চলাচলে সীমাহীন ভোগান্তি দেখা দেয়। স্থানীয়দের সুবিধার্থে দোকানগুলো সরিয়ে নিতে রোববার সরেজমিনে গিয়ে বলা আসা হয়েছিল। কিন্তু দোকানিরা তা কর্ণপাত করেননি। এই কারণে সোমবার বিকেলে তা বিসিসির কর্মচারীরা উচ্ছেদ করে।

স্থানীয় সূত্রে ও দোকানিদের সাথে কথা বলে জানা যায়, এই দোকানগুলো থেকে নিয়মিত চাঁদা তুলতেন সাগরদী বাজারের ইজারাদার। এই বিষয়টি কোনো এক মাধ্যম সিটি কর্পোরেশন মেয়র অবগত হয়েছেন। এর পরপরই তিনি চাঁদাবাজি রোধের অংশ হিসেবে দোকানগুলো উচ্ছেদ করলেন। অবশ্য এমন কাজে চাঁদাবাজি বন্ধ হয়ে যাওয়ায় খুশি হয়েছে স্থানীয়রা। তারা সিটি মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন।

সর্বশেষ