২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মুলাদীতে বাগান থেকে যুবকের ঝু*লন্ত মর*দেহ উদ্ধার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের মুলাদীতে বাগান থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার গাছুয়া ইউনিয়নের হোসনাবাদ গ্রাম থেকে নূরনবী হাওলাদার (৩৫) নামের যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নূরনবী ওই গ্রামের মৃত আবদুল মন্নান হাওলাদারের ছেলে। শুক্রবার সন্ধ্যায় তিনি বাড়ির উত্তর পার্শ্বে বাগানে গিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছেন তাঁর স্বজনেরা।

নূরনবীর চাচা আলতাফ হোসেন হাওলাদার জানান, নূরনবী কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার স্ত্রী ও ছেলে-মেয়েরা নোয়াখালী থাকায় সে ভাইদের সঙ্গে থাকতো। শুক্রবার সন্ধ্যায় সবার অগোচরে বাগানে একটি গাছের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। সন্ধ্যায় তাকে দেখতে না পেয়ে সবাই খোঁজ শুরু করে। একপর্যায়ে ঝুলন্ত অবস্থায় দেখে থানায় সংবাদ দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের অনুমতি সাপেক্ষে প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে দেওয়া হয়েছে।

সর্বশেষ