১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে বাস ও মাহেন্দ্রর সংঘর্ষে নিহত ২ শিশু

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরিশাল বাণী ডেক্স—

বরিশাল নগরীর কাশিপুর এলাকায় থ্রি হুইলার মাহেন্দ্র ও যাত্রীবাহী বাসের সংর্ঘষে মাহেন্দ্র যাত্রী দুই শিশু নিহত হয়েছেন। শনিবার রাত সোয়া ১০ টার দিকে বরিশাল-ঢাকা মহসড়কের কাশিপুরে এই দুর্ঘটনায় আরও ৩ শিশুসহ ৬ জন আহত হয়েছেন। নিহত শিশুরা হলো পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মো. জাফরের ছেলে মো. হামজা (১১) ও একই এলাকার আকতারুজ্জামান হাফিজের ছেলে আল নোমান (১৩)। ওই দুই শিশু বরিশাল নগরীর কাউনিয়া এলাকার তাহফিজুল কোরআন মাদ্রাসায় হেফজ বিভাগের ছাত্র ছিল। দুর্ঘটনায় আহত হয় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আকতারুজ্জামান হাফিজ, তার বড় ছেলে আইমান (১৬), একই এলাকার আশরাফ আলীর ছেলে বাইজিদ (১২), বরিশাল নগরীর রূপাতলী এলাকার মো. রিপনের ছেলে মো. জিহাদুল (১২), মো. লতিফ ও জিয়াউর রহমান রুবেল।

বিমান বন্দর থানার ওসি কমলেশ চন্দ্র হালদার জানান, নিহত ও আহত শিশুরা নগরীর কাউনিয়া এলাকার তাহফিজুল কোরআন মাদ্রাসায় হেফজ বিভাগের শিক্ষার্থী। ওই মাদ্রাসার শিক্ষক আকতারুজ্জামান হাফিজ গত শনিবার তার দুই ছেলেসহ ৫ ছাত্রকে নিয়ে পিরোজপুরের নেছারাবাদের ছারছিনা দরবার শরীফের মাহফিলে যান। রাত সাড়ে ৯ টার দিকে মাহফিল থেকে বানারীপাড়া হয়ে তারা একটি থ্রি-হুইলারে (মাহেন্দ্র) বরিশাল নগরীতে ফিরছিলেন। থ্রি-হুইলারে অপর দুই জন যাত্রী ছিলো। পথিমথ্যে কাশিপুর মদিনা এলপিজি স্টেশন অতিক্রমকালে ওই থ্রি-হুইলারের সাথে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে থ্রি-হুইলারটি দুমড়ে-মুচড়ে যায়। আহত হয় থ্রি-হুইলারের ৭ যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলে প্রেরন করে।

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ নায়েক মাসুম রেজা জানান, থ্রি-হুইলারের আহত ৭ যাত্রীকে হাসপাতালে ভর্তির পর রাত পৌঁনে ১১ টার দিকে মাদ্রাসা ছাত্র হামজার মৃত্যু হয়। এর দেড়ঘন্টা পর রাত সোয়া ১২ টার দিকে আল-নোমান নামে আরেক ছাত্রের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন থ্রি-হুইলারের যাত্রী মো. লতিফের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সর্বশেষ