১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বরিশালে বাস মালিক সমিতির ওপর সন্ত্রাসী হামলা, ৩ ঘণ্টা পর ১৭ রুটে বাস চলাচল শুরু

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে মহাসড়কে যাত্রীবাহী থ্রি হুইলার (আলফা-মাহিন্দ্রা) চলাচল নিয়ে বিরোধের জের ধরে বাস ভাঙচুর ও মালিক সমিতির নেতাদের মারধর করার অভিযোগে রূপাতলী বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ হওয়ার তিন ঘণ্টা পর পুনরায় চালু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাস-মিনিবাস মালিক সমিতির কাওসার হোসেন শিপন জানান, সকালে যারা সন্ত্রাসী হামলা চালিয়ে বাস ভাঙচুর করেছে এবং মালিক সমিতির নেতা ও শ্রমিকদের মারধর করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
যদি আগামী রোববার (৯ আগস্ট) বিকেল ৩টার মধ্যে তাদের গ্রেফতার করে আইনের আওতায় না নেওয়া হয় তাহলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

যদিও পুলিশ আশ্বাস দিয়েছে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং মহাসড়কে কোনো থ্রি হুইলার চলতে দেওয়া হবে না। পাশাপাশি রোববার বিকেলে এ সংক্রান্তে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ট্রাফিক কার্যালয়ে একটি সভাও ডাকা হয়েছে।

তিনি বলেন, প্রশাসনের আশ্বাসের ওপর ভিত্তি করে বন্ধ থাকার পর রূপাতলী বাস টার্মিনাল থেকে পুনরায় দক্ষিণাঞ্চলের ১৭ রুটে বাস চলাচল শুরু হয়েছে।

বাস চালক ও শ্রমিক সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টা দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালী প্রান্ত থেকে দেদারছে থ্রি হুইলার, নসিমন, করিমন ও ভটভটি, আলফা-মাহিদ্রা চলাচল করছে। বাস শ্রমিকরা বিষয়টিতে প্রতিবাদ করলে আলফা-মাহিদ্রা মালিক ও শ্রমিক সংগঠনের লোকজন পটুয়াখালী, বরগুনাগামী চারটি বাস ভাঙচুর করে। এসময় হামলাকারীরা বাস শ্রমিক আবুল কালাম, মজিবর হাওলাদার ও শহিদুল ইসলামকে মারধর করে।

এ ঘটনার প্রতিবাদে সকাল সাড়ে ৭টা থেকে বাউফল, দশমিনা, পটুয়াখালী, কুয়াকাটা, বরগুনা, আমতলী, নিয়ামতি ও বাকেরগঞ্জের মোট ১৭টি রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে জেলা প্রশাসক মো. অজিয়র রহমানের আশ্বাসে সকাল ১০টায় বাস চলাচল শুরু হয়।

বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ জানান, বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ও রূপাতলী স্ট্যান্ড সংলগ্ন বাকেরগঞ্জ কাউন্টারের সামনে বাস-মালিক সমিতির নেতাদের মারধর করে থ্রি হুইলারের (আলফা-মাহিন্দ্রা) শ্রমিক-মালিক নেতারা।

সর্বশেষ