১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বরিশালে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক :: গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় সাতজন সরকারি স্বাস্থ্যকর্মীসহ নতুন করে সর্বোচ্চ ২১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বরিশাল জেলায় মোট নয় হাজার ৩৯৬ জনের করোনা শনাক্ত হলো। তবে গেল ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় করোনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। জেলায় এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা ১৩৮।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৫ জন করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন। ফলে এ পর্যন্ত বরিশাল জেলায় মোট ছয় হাজার ৮১৬ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

রোববার (১১ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, নতুন ২১১ জনের মধ্যে সব চেয়ে বেশি ১১৯ জন শনাক্ত হয়েছে বরিশাল সিটি করপোরেশন এলাকায়। সে হিসেবে বরিশাল জেলার মধ্যে গেল ২৪ ঘণ্টায় শুধু নগরেই ৫৬.৩৯ শতাংশ শনাক্ত হয়েছে। এছাড়া সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী গত সাতদিনে বরিশাল সিটি করপোরেশন বা নগর এলাকায় ৭১৫ জন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে, যা সর্বোচ্চ।

আর সব থেকে কম একজনের শনাক্ত হয়েছে বরিশালের মুলাদী উপজেলায়।

শুক্রবার শনাক্তদের মধ্যে সাতজন হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি ২০৪ জন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। আর সুস্থ হওয়াদের মধ্যে ৩৫ জনই বাড়িতে থেকে চিকিৎসা নিয়েছেন।

এ পর্যন্ত বরিশাল জেলায় তিন হাজার ৬৭৯ জন বিদেশগামীর নমুনা সংগ্রহ করা হয়, যাদের মধ্যে ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।

সর্বশেষ