১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে বিশ্বমানের দৃষ্টিনন্দন কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠ নির্মাণ কাজের উদ্বোধন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় সলিয়াবাকপুরে নির্মিত হচ্ছে বিশ্বমানের দৃষ্টিনন্দন কেন্দ্রীয় আ.রব ঈদগাহ্ মাঠ। ১৫ ডিসেম্বর বুধবার বিকালে দৃষ্টিনন্দন এ ঈদগাহ্ মাঠের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো.সাইফুল হাসান বাদল,বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান,জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা ও পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। আ.রব কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কমিটির সভাপতি ডা. খোরশেদ আলম সেলিমের সভাপতিত্বে ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির। এছাড়াও বক্তৃতা করেন সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান ও ঈদগাহ মাঠ কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার সিদ্দিকুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মানস চন্দ্র দাস,সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটস সুব্রত বিশ্বাস দাস,বানারীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রিক্তা, ওসি মো. হেলাল উদ্দিন, বানারীপাড়া সদর ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী, উজিরপুরের গুঠিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আওরঙ্গজেব হাওলাদার ও বানারীপাড়ার ইলুহার ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম.উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এটিএম মোস্তফা সরদার ও আক্তার হোসেন মোল্লা,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,উপজেলা কৃষকলীগের আহবায়ক এমএ ওহাব, গুঠিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান ডা. দেলায়ার হোসেন,বানারীপাড়ার বিশারকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান ওমর ফারুক,উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক জাহিদ হোসেন জুয়েল,সদস্য সেলিম বেপারী,পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাষ্টার হায়দার আলী,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুন্তাকিম লস্কর কায়েস ও সুমম রায় সুমন,বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কাওসার হোসেন ও কে এম শফিকুল আলম জুয়েল,সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুবলীগ নেতা মহসিন রেজা,মশিউর রহমান সুমন,ঢাকা মহানগর (উত্তর ) ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী প্রমুখ। প্রসঙ্গত স্থানীয় সংসদ সদস্য এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলমের উদ্যোগে উপজেলার সলিয়াবাকপুরে বিশ্বমানের দৃষ্টি নন্দন কেন্দ্রীয় আ. রব এ ঈদগাহ্ মাঠটি নির্মিত হচ্ছে। এ ঈদগাহ মাঠে একত্রে লক্ষাধিক মুসল্লী ঈদ-উল ফিতর ও ঈদ-উল আজহার সালাত আদায় করতে পারবেন। এছাড়া অত্যাধুনিক কারুকার্যখচিত এ ঈদগাহ ্মাঠ সৌন্দর্য পিপাসু দর্শনার্থীদেরও নজর কাড়বে।

সর্বশেষ