১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে বিশ্ব পরিবেশ দিবস পালিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাণী ডেস্ক।।
একটাই পৃথিবী, প্রকৃতির ঐকতানে টেকসই জীবন এই স্লোগান নিয়ে রোববার বরিশালে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার (০৫ জুন) সকাল ১০ টায় পরিবেশ অধিদপ্তর নগরীর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম চত্বরে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান।

বরিশাল বিভাগীয় কার্যালয় এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে পরিবেশ অধিদপ্ত পরিচালক মো. আবদুল হালিমের সভপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান।

বিশেষ অতিথি ছিলেন পরিচালক স্বাস্থ্য বরিশাল ডাঃ মো. হুমায়ুন শাহীন খান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয় এর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান প্রামানিক, সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদা, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান সরকার সহ আরও অনেক উপস্থিত ছিলেন।

সভায় বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। পরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি । এর আগে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে শেষ হয়।

সর্বশেষ