১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বরিশালে ভরা মৌসুমেও নেই ইলিশ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ভরা মৌসুমেও আশানুরূপ ইলিশের সরবরাহ নেই বরিশালের পাইকারি বাজারে। এ কারণে দাম আগের চেয়ে কিছুটা বেড়েছে। বিক্রেতারা বলছেন, গত সপ্তা‌হ থেকে এ সপ্তা‌হে মণপ্রতি পাইকা‌রি ইলিশের দাম বে‌ড়ে‌ছে ৩ থে‌কে ৫ হাজার টাকা। দাম বাড়ায় কিছুটা বিপাকে পড়েছেন ক্রেতারা। এদিকে মৎস্য বিভাগ বলছে, আর কিছুদিনের মধ্যে বাড়বে সরবরাহ।

আষাঢ়-শ্রাবণ, ভাদ্র-আশ্বিন এই চারমাস ইলিশের ভরা মৌসুম হিসেবে পরিচিত। কিন্তু আষাঢ়ের শেষ মুহূর্তে এসে আশানুরূপ ইলিশ সরবরাহ নেই বরিশালে।

নদীতে খুব একটা ইলিশ মিলছে না বলে জানালেন ইলিশ বিক্রেতারা। এক সপ্তাহ আগে যে পরিমাণ ইলিশ ছিল, এখন তাও নেই। আর সে কারণে দাম বেড়েছে বলে জানালেন বিক্রেতারা। ভরা মৌসুমে দাম বেশি হওয়ায় হতাশ ক্রেতারা।

একজন বিক্রেতা বলেন, আমাদের সরবরাহ বাড়লে লোকসানের টাকা উঠাতে পারবো।

একজন ক্রেতা বলেন, পকেটে টাকা নেই তাই কিনতে তো কষ্টই হয়।

শুক্রবার (১০ জুলাই) বরিশাল ইলিশের পাইকারী বাজারে ইলিশের সরবরাহ ছিল ২০০ মণ। যা সপ্তাহখানেক আগেও ছিল একহাজার মণ।

সর্বশেষ