৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাণী ডেস্ক।।
বরিশালেও শুরু হয়েছে ৫ দিনব্যাপী “জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। নগরীর ৩০টি ওয়ার্ডের ২২০টি কেন্দ্রে ২ ক্যাটাগরিতে মোট ৫০ হাজার ৩০ জনকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৫ জুন) সকাল ১১টায় নগরীর আমানতগঞ্জ আলহাজ্ব দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ক্যাম্পেইনের উদ্বোধন করেন মেয়রপত্নি লিপি আবদুল্লাহ। এ সময় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

১৫ জুন থেকে শুরু হয়ে আগামী ১৯ জুন পর্যন্ত এই টিকা কার্যক্রম চলবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সের ৫ হাজার ২শ’ ৫০ শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ৪৪ হাজার ৭শ’ ৮০ শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

নগরীর ৩০টি ওয়ার্ডের মোট ২শ’ ২০ টি ইপিআই স্থায়ী ও অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্রগুলোয় এই কার্যক্রম পরিচালিত হবে।

সর্বশেষ