১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বরিশালে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে অধিপরামর্শ সভা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

খবর বিজ্ঞপ্তি:
নগরীর ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ৩০ অক্টোবর ২০২২, রবিবার বেলা ১২টায় বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র অধিপরামর্শ সভা বিদ্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, বরিশাল এর সহযোগিতায় আয়োজিত অধিপরামর্শ সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সনাক সদস্য ও শিক্ষা বিষয়ক উপ-কমিটির সমন্বয়ক জনাব টুনু রানী কর্মকার। প্রধান শিক্ষক জনাব সুভাষ চন্দ্র সরকার এর সভাপতিত্বে আয়োজিত সভায় সহকারী প্রধান শিক্ষক জনাব রাফিয়া সিদ্দিকা, সহকারী শিক্ষক জনাব দীপঙ্কর চন্দ্র শীল ও জনাব মো: ফজলুর রহমান বলেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল এর কার্যক্রম ও আজকের আয়োজন বিদ্যালয়ের গুণগত শিক্ষা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
মুল আলোচনায় জনাব টুনু রানী কর্মকার এই বিদ্যালয়কে নিয়ে আগামী দিনগুলোতে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) ও সনাক-বরিশাল এর কার্যক্রম ও লক্ষ্য উদ্দেশ্য বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন আমরা সকলে সম্মিলিতভাবে কাজ করলে এই বিদ্যালয়টিকে মডেল বিদ্যালয়ে রুপান্তরিত করতে পারবো। মুক্ত আলোচনায় অভিভাবক ও বিদ্যালয়ের অংশীজনরা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে তাদের করনীয় বিভিন্ন দিক সর্ম্পকে আলোচনা করেন। অধিপরামর্শ সভায় অংশগ্রহণকারী ও বক্তারা সকলেই সম্মিলিত ভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করে সনাক-টিআইবি, বরিশালকে ধন্যবাদ দেন স্কুলে এমন একটি আয়োজন করার জন্য। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক জনাব সুভাষ চন্দ্র সরকার বলেন ‘এই স্কুলের সাথে আমার দীর্ঘ দিনের যুক্ততা, বিভিন্ন সময়ে স্কুলের সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি, আগামীতেও সেটা অব্যাহত থাকবে। একই সাথে সনাক-টিআইবি’কে ধন্যবাদ দেন শিক্ষার মানোন্নয়নে ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়কে নির্বাচন করার জন্য। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিভাবক এবং স্থানীয় নাগরিকবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন সনাক সদস্য জনাব জেমস মলয় সাহা চৌধুরী, ইয়েস দলনেতা জনাব মাসুদ রেজা, অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র সমন্বয়ক জনাব পঙ্কজ বিশ^াস ও সহসমন্বয়ক রিনা আফরোজ এবং অমিত রায়, ইয়েস সদস্যবৃন্দ এবং এসিজি সদস্যবৃন্দ। সভা সঞ্চালনায় ছিলেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর-সিই মো: আশফাকুর রহমান।

সর্বশেষ