১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বরিশালে মাস্ক না পরায় ৫৩ জনকে অর্থদণ্ড

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীতে মাস্ক ব্যবহার না করায় ৫৩ জনকে অর্থদণ্ড দিয়েছেন পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত। এসময় মাস্ক না পরায় ৫৩ জনকে ৮ হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ হেলালউদ্দিন এবং নিরূপম মজুমদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, শীতে করোনার দ্বিতীয় ওয়েভ ঠেকাতে সরকার সবার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে। এই নিয়ম কার্যকরে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত নগরীর সদর রোড ও হাসপাতাল রোড এবং নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে মাস্কবিহীন মোট ৫৩ জনকে ৮ হাজার ৪শ’ টাকা জরিমানা করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহায়তা করেন। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয়।

সর্বশেষ