৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বরিশালে মুক্তিযোদ্ধার ঘর থেকে নগদ টাকাসহ ১৪ ভরি র্স্বন চুরি ! গ্রেফতার-১

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রাসেল কবির:
বরিশাল জেলার কাজীরহাট থানাধীন বিদ্যানন্দপুর ইউনয়নের ১ নং ওয়ার্ডের পশ্চিম রতনপুর গ্রামের বীরমুক্তি যোদ্ধা হেলাল উদ্দিন দালালের বসত ঘরে গত ১০ মে চুরির ঘটনা ঘটেছে বলে জানাগেছে। ১১ মে বরিশাল সি আই ডি ইন্সপেক্ট্রর মোঃ মামুনের নেতৃত্বে সি আই ডি টিম ও কাজীরহাট থানা পুলিশের টিম বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন দালালের বসত বাড়ী গিয়েছে বলে ও জানাগেছে। ঐ দিন কাজীরহাট থানায় অঞ্জত হিসাবে চুরি মামলা দায়ের করেন বাদী বীর মুক্তিযোদ্ধা, তিনি জানায় সন্ধার পর যে কোন সময় আমার বসত ঘরে প্রবেশ করে লুকিয়ে ছিল রাতে সুকেস ভেঙ্গে ১৪ ভরি র্স্বন নগদ ৮৫ হাজার টাকা নিয়ে যায়। সেহরী খেতে উঠে দেখি ঘরের দরজা খেলা। কাজীরহাট থানা পুলিশ গত ১৬ মে পশ্চিম রতনপুর গ্রাম হতে চোর সন্দেহ কাজীরহাট মাছ ব্যবসায়ী রুস্তুম খানঁ কে গ্রেফতার করে ১৭ মে বরিশাল কোর্ট হাজতে প্রেরন করেছে বলে জানাগেছে। উল্লেখ্য রুস্তুম খাঁেনর বিরুদ্ধে একাধিক চুরি মামলা ছিল। লতা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মহসিন সিকদারের মাছের ঘেরে মাছ চুরি ও বিষ দিয়ে মাছ মারা। এছাড়া নিজস্ব এলাকায় রাতে দোকানে চুরি ঘটনাও ঘটায় বলে বিভিন্ন সূএে জানায়। এলাকাবাসী সূএে জানায়, চুরি, ডাকাতি ও ধর্ষন মামলার সাথে জড়িত ছিল রুস্তুম খানঁ।

সর্বশেষ