২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে যৌতুকের বলি গৃহবধূ মুক্তি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক :: প্রেমের সম্পর্কে বিয়ে, অতঃপর স্বামী ও তার স্বজনদের দাবিকৃত যৌতুকের বলি হলো মুক্তি রানী বৈদ্য (১৮)। এ ঘটনায় থানা পুলিশ পাষন্ড স্বামী ও তার বাবা-মাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছেন। ঘটনাটি ঘটেছে জেলায় আগৈলঝাড়া উপজেলার রত্নপুর গ্রামে।

নিহতের স্বজন ও মামলার এজাহারে জানা গেছে, গত দশ মাস পূর্বে রত্নপুর গ্রামের খোকন সমদ্দারের পুত্র মিঠুন সমদ্দারের সাথে একই উপজেলার থানেশ্বরকাঠী গ্রামের সুমন বৈদ্যর কন্যা মুক্তি রানীর প্রেমের সম্পর্কে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই ব্যবসা করার জন্য মিঠুন ও তার পরিবারের লোকজনে মুক্তির পরিবারের কাছে মোটা অংকের টাকা যৌতুক দাবি করে আসছিলো। এজন্য প্রায়ই মুক্তি রানীকে শারিরিক নির্যাতন করা হতো।

নিহতের বাবা সুমন বৈদ্য জানান, সোমবার রাতে দাবিকৃত যৌতুকের টাকার জন্য তার মেয়েকে অমানুষিক নির্যাতনের পর মুখে বালিশ চাঁপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। পরবর্তীতে গলায় গামছা পেঁচিয়ে মুক্তির লাশ প্রথমে ঝুলিয়ে ও পরবর্তীতে নামিয়ে রেখে আত্মহত্যার অপপ্রচার করা হয়। স্থানীয়দের কাছে খবর পেয়ে তারা থানা পুলিশ নিয়ে রাতেই লাশ উদ্ধার করেন।

আগৈলঝাড়া থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, এ ঘটনায় নিহতের বাবা মঙ্গলবার সকালে থানায় মামলা দায়ের করেছেন। তাৎক্ষনিক পুলিশ অভিযান চালিয়ে নিহতের স্বামী মিঠুন ও তার বাবা খোকন সমদ্দার ও মা রীনা রানী সমদ্দারকে গ্রেফতার করে ওইদিন দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। পাশাপাশি নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ