১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বরিশালে লঞ্চের ধাক্কায় মাছ ধরা নৌকাডুবিতে জেলে নিহত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর নদীতে এমভি প্রিন্স অব রাসেল-৫ লঞ্চের ধাক্কায় মাছ ধরার কয়েকটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় এক জেলে নিহত হয়েছেন। অপর এক জেলে নিখোঁজ রয়েছেন।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার চরশেফালী লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জেলে হলেন উপজেলার বরজালিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাকের মৃধা (৩৫)। নিখোঁজ জেলে হলেন- একই ইউনিয়নের বরজালিয়া ইউনিয়নের বাসিন্দা বাকিউল্লাহ সিকদার (৪০)।

লঞ্চের সুপারভাইজার সাইদুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছিল না। তখন চরশেফালী ঘাটে লঞ্চ ভেড়ানোর সিদ্ধান্ত নেন মাস্টার। এ সময় লঞ্চের ধাক্কায় নৌকাডুবি হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে লোকজন লঞ্চে ভাঙচুর ও লুট করেছেন। তাকে নামিয়ে একটি ক্ষেতের মধ্যে নিয়ে বেধড়ক পেটানো হয়েছে। পাঁচ লাখ টাকা না দিলে ওই লোকেরা তাকে জবাই করারও হুমকি দেন। পরে লঞ্চের যাত্রীরা ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মেহেন্দিগঞ্জের উলানিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা এমভি প্রিন্স অব রাসেল-৫ লঞ্চ চরশেফালী ঘাটে নোঙর করতে গিয়ে মাছ ধরার ইঞ্জিনচালিত কয়েকটি নৌকায় ধাক্কা দেয়। এসময় লঞ্চের ধাক্কায় পাঁচটি নৌকা চূর্ণ-বিচূর্ণ হয়ে ডুবে গেছে। এসব নৌকায় থাকা জেলেরা লাফিয়ে নদীতে পড়ে রক্ষা পেয়েছেন। এদের মধ্যে এক জেলে নিহত হয়েছেন। অপক এক জেলে নিখোঁজ রয়েছেন।। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা চেষ্টা করছেন।

পরিদর্শক আরও জানান, বর্তমানে লঞ্চ তাদের হেফাজতে রয়েছে। যাত্রীদের বিকল্প নৌযানে গন্তব্যে পাঠানো হয়েছে।

সর্বশেষ