১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়নে মাঠে নেমেছে পুলিশ বরগুনায় জুয়া খেলার ছবি তোলায় সাংবাদিককে মা*রধর, ক্যামেরা ছিন*তাই দুর্যোগ মোকাবিলায় ১ কোটি স্বেচ্ছাসেবী গড়ে তোলার পরিকল্পনা মঠবাড়িয়ায় মাদ্রাসার নিয়োগে ৫০ লক্ষ টাকার উৎকোচ বানিজ্য ! পাথরঘাটায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থীকে শোকজ বরিশালে বাড়ছে তালপাখার চাহিদা অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে বরিশাল স্টেডিয়ামে : পানিসম্পদ প্রতিমন্ত্রী গলাচিপায় নাগরিক কমিটি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রেস বিফ্রিং যুক্তরাজ্যে বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশী চিকিৎসক ডা. শরিফুল হালিম উজিরপুরে নোটিশ ছাড়া দোকানপাট ঘরবাড়ি উচ্ছেদ !

বরিশালে শ্রমজীবি মানুষের পাশে খাবার নিয়ে পারভেজ আকন বিপ্লব

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক—
শ্রমজীবি মানুষের পাশে ঈদ উপহার নিয়ে আবারও হাজির হলেন বরিশাল জেলা যুবদল সভাপতি পারভেজ আকন বিপ্লব। দিনভর খেটেখাওয়া মানুষদের খাবার বিতরণ ও পথশিশুদের বস্র বিতরণ করেন তিনি। রিক্সা শ্রমিক থেকে শুরু করে দিনমজুর নানা পেশার মানুষের মাঝে ঈদের দিন বিরিয়ানী খাবার তুলে দেন।

ঈদুল আজহা উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে বরিশালে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ এবং কর্মহীন দুস্থ অসহায় রিকশাচালক, ভ্যান চালক ও অটোরিকশা চালকসহ পথচারীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে যুবদল সভাপতি সহ তার কর্মিরা।

বরিশাল জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লবের সার্বিক তত্ত্বাবধায়নে শনিবার বিকেলে নগরীর সদর রোডের বিবির পুকুর পাড় ও দলীয় কার্যালয়ের সামনে রানা করা উন্নত মানের প্যাকেটজাত খাবার বিতরণ করা হয়। পরে কাউনিয়া আকন ভিলা সংলগ্ন এলাকায় ১ হাজার অসহায়-দুস্থের মাঝে খাবার বিতরণ করা হয়।

এর আগে নগরীর সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করে যুবদল নেতারা। এ সময় জেলা যুবদল সভাপতি পারভেজ আকন বিপ্লব ছাড়াও সহ সভাপতি ফজলুল বারী চয়ন, মিজানুর রহমান খান, উলফত রানা রুবেল, অহেদুল ইসলাম রুবেল, রাজিব হাসান সাগর ও আলি হয়দারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বরিশালে করোনা প্রকোপ শুরু হওয়ার পর থেকেই সাধারণ মানুষ বা কর্মহীন মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন। দেড় হাজারেরও বেশি অধিক পরিবারের মাঝে খাবার পৌছে দেন। এছাড়া যেসব পরিবার লকডাউনে আটক ছিলো বা করোনা পজেটিভ এসেছে তাদের মাঝে চিকিৎসা সামগ্রী পৌছে দেন। এছাড়াও নিজে রাতের বেলায় সিএনজি চালিয়ে কর্মহীন পরিবারের মাঝে খাবার পৌছে দেন।

সম্পাদনা- এম সাইফুল

সর্বশেষ