১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিনে মাটির নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু কাঁঠালিয়ায় ডাকাতের গুলিতে আহত ২, টাকা-স্বর্ণালঙ্কার লুট শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করতে হবে : পিরোজপুরে শেখ পরশ পটুয়াখালীতে মহাসড়কে অটোরিকশা চালাতে প্রতি মাসে দিতে হয় হাজার টাকা দশমিনায় মোটরসাইকেল মার্কার কর্মীকে পেটালো প্রতিপক্ষ জাল ভোট পড়লেই ভোটকেন্দ্র বন্ধ : ঝালকাঠিতে ইসি আহসান বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়নে মাঠে নেমেছে পুলিশ বরগুনায় জুয়া খেলার ছবি তোলায় সাংবাদিককে মা*রধর, ক্যামেরা ছিন*তাই দুর্যোগ মোকাবিলায় ১ কোটি স্বেচ্ছাসেবী গড়ে তোলার পরিকল্পনা মঠবাড়িয়ায় মাদ্রাসার নিয়োগে ৫০ লক্ষ টাকার উৎকোচ বানিজ্য !

বরিশালে মারধরের অভিযোগে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের দুই শ্রমিককে মারধরের অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। প্রায় আড়াই ঘন্টা ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখে তারা। এতে সড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

ভুক্তভোগী দুই শ্রমিক আখি আক্তার ও নুরুজ্জামান জানান, সোমবার নুরুজ্জামানের সঙ্গে অপর এক শ্রমিকের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামীম সরকার তাদের মানসিক নির্যাতন করেন। পাশাপাশি তাদেরকে কোন টাকা না দিয়ে চাকরিচ্যুত করেন।

বিষয়টি জানতে পেরে শ্রমিক নির্যাতনের প্রতিবাদে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা মঙ্গলবার সকালে ঢাকা-বরিশাল- কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে।

তবে নির্যাতনের বিষয়টি অস্বীকার করেছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামীম সরকার।

আর শ্রমিকরা বলছে, কথায় কথায় শ্রমিক নির্যাতন, ছাটাই করছে মালিকপক্ষ। ২০২০ সাল থেকে তারা ৬ দফা দাবি আদায়ে আন্দোলন করে আসছে। কিন্তু মালিক পক্ষ তা কর্ণপাত করছেনা।

প্রশাসনের আশ্বাসে বেলা ১১টার দিকে শ্রমিকরা সড়ক থেকে উঠে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।

সর্বশেষ