২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
২৯ মে সারাদিন লালমোহন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ পিরিচ মার্কায় ভোট দিন আবারও বাড়ল স্বর্ণের দাম সৌদিতে ২৮৭৬০ বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন, দুইজনের মৃত্যু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন সোমবার থেকে ৬৫ দিন সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা মধ্যরাত থেকে সাগরে মাছ ধরা ৬৫ দিন বন্ধ বোরহানউদ্দিনে ভোটারদের টাকা দেওয়ার ছবি ভাইরাল, ক্ষমা চাইলেন ইউপি চেয়ারম্যান উপজেলা নির্বাচন ঘিরে ভোলার উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন কাঠালিয়ায় অ*স্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার নান্না গ্রেপ্তার

বরিশালে যৌতুক না পেয়ে স্ত্রীকে ছাদ থেকে ফেলে দিলেন স্বামী

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালে প্রেমের সম্পর্কে বিয়ের সাত মাসের মাথায় স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে বহুতল ভবন থেকে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই কিশোরীকে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল নগরীর রূপাতলী ভাষানী সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

চিকিৎসাধীন জান্নাতুল আক্তার ফেরদৌসী (১৪) সপ্তম শ্রেণির ছাত্রী। তার স্বামী রিপন হাওলাদার অটোরিকশা চালক। রিপন ওই এলাকায় মা-বাবা ও বোনের সঙ্গে ভাড়া বাসায় থাকেন।

ফেরদৌসীর মা নূপুর বেগম বলেন, ‘সাত মাস আগে প্রেমের সম্পর্কে পালিয়ে দুইজন বিয়ে করে। এরপর রিপনের বাসায় ছিল ফেরদৌসী। কিন্তু ওই বাসায় যাওয়ার পর থেকে ৫ লাখ টাকা এবং কাঠের আসবাবপত্রের দাবি করে রিপন। তা দিতে না পারায় রিপন, তার মা ও বোন ফেরদৌসীকে নির্যাতন করে আসছিল।’

তিনি আরও বলেন, ‘আমাদের পক্ষে যৌতুক দেওয়া সম্ভব ছিল না। কারণ ফেরদৌসীর বাবা দিনমজুর। তিনবেলা খাবার খেতেই সমস্যায় পড়তে হয়। সেখানে নগদ টাকা, বাসার ফার্নিচার দেওয়া কোনভাবেই সম্ভব না। গতকাল সন্ধ্যায় ফেরদৌসীকে নিয়ে পাশের বহুতল ভবনে যায় রিপন। হত্যার উদ্দেশ্যে তাকে সেখান থেকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায় রিপন। স্থানীয়রা শব্দ পেয়ে ফেরদৌসীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাৎ হোসেন বলেন, ‘উপর থেকে পড়ে যাওয়ায় তার দুই পা ভেঙে গেছে। এ ছাড়া মাথায় আঘাত পেয়েছে।’

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) বিপ্লব মিস্ত্রি জানান, এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ