১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে স্ত্রী হত্যার ২১ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের হিজলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কিল-ঘুষি ও তলপেটে লাথি দিয়ে হত্যার পর পালিয়ে যান স্বামী অলি উদ্দিন বাঘা ওরফে আলী আহাম্মদ। স্ত্রী হত্যার পর ২১ বছর পলাতক থাকা ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত অলি উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব ৮)।

শুক্রবার (৩ মার্চ) ভোর রাতে ভোলার সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৮।

গ্রেপ্তার অলি উদ্দিন বাঘা ওরফে আলী আহাম্মদ (৪৩) হিজলা উপজেলার লেমুয়া গ্রামের মৃত রমিজউদ্দিন বাঘার ছেলে।

র‌্যাব, ২০০১ সালের ১৯ মার্চ রোকেয়া ওরফে হেলেনার সঙ্গে বিয়ে হয় অলি উদ্দিনের। কিন্তু বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কিল-ঘুষি ও তলপেটে লাথি দিয়ে হত্যার পর পালিয়ে যান অলি।
রোকেয়াকে হত্যার ঘটনায় ২০০২ সালের ২ জানুয়ারি তার বাবা বাদী হয়ে হিজলা থানায় মামলা করেন। এ মামলায় ২০১৫ সালের ২৬ মে বরিশাল জেলা দায়রা জজ-১ আদালতের বিচারক পলাতক আসামি অলি উদ্দিন বাঘার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। স্ত্রীকে হত্যার পর থেকে অলি উদ্দিন ছদ্মবেশে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন। র‌্যাব ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে। পরে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অলি উদ্দিনকে হিজলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৮ এর সিপিএসসি কোম্পানির কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

সর্বশেষ