৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে সড়ক অব‌রোধ ক‌রে শ্রমিক ফ্রন্টের বি‌ক্ষোভ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাণী ডেস্ক।।
সোনারগাঁও টেক্সটাইলসহ সব কারখানায় ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা, শ্রমিক হয়রানি বন্ধ করা, ৮ ঘণ্টা কর্মঘণ্টা ও যুগোপযোগী বেতন স্কেল চালুর দাবিতে বরিশালে বিক্ষোভ সমা‌বেশ করেছে বাংলা‌দেশ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।

শুক্রবার (২৯ জুলাই) দুপু‌রে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে সমা‌বেশ অনুষ্ঠিত হয়।

সমা‌বেশ চলাকালীন শ্রমিকরা অশ্বিনী কুমার হলের সামনের বীর‌শ্রেষ্ঠ ক্যা‌প্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (সদর রোড) সড়ক অব‌রোধ ক‌রে বিক্ষোভ করে। বেলা ১১টা থে‌কে সোয়া ১২টা পর্যন্ত যান চলাচল বন্ধ থা‌কে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বাসদ ব‌রিশাল জেলা সদস্যা স‌চিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, বরিশাল নগরের সোনারগাঁও টেক্সটাইলসহ সব কারখানায় ট্রেড ইউনিয়ন এখন সময়ের দাবি। কিন্তু কারখানার মালিকরা ইউনিয়ন তো করতেই দিচ্ছে না উল্টো শ্রমিক হয়রানিসহ ৮ ঘণ্টা কর্মঘণ্টা ও যুগোপযোগী বেতন স্কেলও দিচ্ছে না। এসব অনিয়ম দ্রুত বন্ধ করতে হবে। এছাড়া ক‌য়েক‌দিন আগে রুপাতলী‌তে কালু খা না‌মে এক রিকশাচালক তেলের লরির চাপায় তার হাত হা‌রি‌য়ে‌ছেন। ওই রিকশাচালক‌কে ক্ষ‌তিপূরণ দেওয়ার জোর দাবি জানা‌চ্ছি।

সমা‌বে‌শ শুরুর আগে একটি বিক্ষোভ মিছিল ক‌রে শ্রমিক ফ্রন্টের নেতৃবৃন্দ। মিছিলটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়।

ব‌রিশাল কোতয়ালি ম‌ডেল থানার প‌রিদর্শক লোকমান হো‌সেন ব‌লেন, সড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ করায় কিছুটা সমস্যায় হ‌য়ে‌ছি‌লো। প‌রে বি‌ক্ষোভকা‌র‌ীদের বু‌ঝি‌য়ে সড়ক থে‌কে স‌রি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে।

সর্বশেষ