২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে ১ ঘণ্টার প্রতীকি জেলা প্রশাসকের দায়িত্ব পেলেন নাজনিন জাহান হেনা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
বরিশাল বাণী: এক ঘণ্টার জন্য বরিশাল জেলার জেলা প্রশাসকের দায়িত্ব পেলেন বরিশাল সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী নাজনিন জাহান হেনা। আজ ১১ অক্টোবর সোমবার দুপুর ২ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের (এনসিটিএফ) এর আয়োজনে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা গ্রামে বাসিন্দা এনসিটিএফের সহ সভাপতি নাজনিন জাহান হেনা এক ঘণ্টার জন্য বরিশাল জেলার জেলা প্রশাসকের ‘প্রতীকী দায়িত্ব’ পালন করেন। বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর কাছ থেকে প্রতীকীভাবে দায়িত্ব নেন হেনা। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। দায়িত্ব নিয়েই মুনা জেলা প্রশাসকের কক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে প্রতীকী জেলা প্রশাসক হেনা ও বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর কাছে কিশোর গ্যাং নির্মূল, করোনাকালীন অর্থনৈতিক সংকটের জন্য সৃষ্ট বাল্যবিয়ে নিরোধের ব্যবস্থা, পানিতে ডুবে শিশু মৃত্যুর হার হ্রাসকরণ ও জলবায়ু উদ্বাস্তু শিশুদের পুনর্বাসনের জন্য সুপারিশমালা পেশ করেন। পাশাপাশি এগুলো বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন। ‘গার্লস টেকওভার’ কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে একজন কিশোরী, কন্যাশিশু অথবা তরুণীকে নেতৃত্ব প্রদানকারীর ভূমিকা পালন করতে সহায়তা করা, যাতে তার আত্মবিশ্বাস বাড়ে এবং নিজের স্বপ্ন পূরণে সে অঙ্গীকারাবদ্ধ হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, সহকারী কমিশনার এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা, সহকারী কমিশনার মোঃ মারুফ দস্তগীর, সহকারী কমিশনার শরীফ মোঃ হেলাল উদ্দিন, প্রবেশ অফিসার জেলা প্রশাসকের কার্যালয় সাজ্জাদ পারভেজ সভাপতি এনসিটিএফের আমিনুল ইসলাম ইয়াদ, এনসিটিএফের সাধারণ সম্পাদক নাদিয়া আক্তার প্রান্তিক সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ