১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
‘লোভ দেখানো নির্বাচন থেকে আমার প্রার্থিতা প্রত্যাহার করলাম’ দুমকীতে কাপ-পিরিচ মার্কার প্রার্থী ও সমর্থকদের ওপর হা*মলা, আ*হত ৫ ইন্টারনেটের সর্বনিম্ন গতি ২০ এমবিপিএস, নীতিমালা আসছে: পলক দুমকিতে কাপ পিরিচ মার্কার প্রার্থী কাওসার আমিনের উপর হা*মলা বাকেরগঞ্জে ফুটবল খেলা নিয়ে বিতণ্ডায় যুবককে হত্যা, সহপাঠীর যাবজ্জীবন একই নম্বর পেয়ে জিপিএ-৫ পেল মির্জাগঞ্জের যমজ ভাই মুলাদী ও হিজলা উপজেলার ৬০ শতাংশ ভোটকেন্দ্রই অতিগুরুত্বপূর্ণ চিহ্নিত জলদ*স্যুদের কবলে থাকা লো*মহর্ষক ঘটনার বর্ণনা দিলেন প্রকৌশলী আলী নাজিরপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে যুবলীগ নেতার মৃ*ত্যু বরিশালে বইছে মৃদু তাপদাহ

বরিশালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৬ জন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৪৬ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন ভর্তি হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের তথ্য অনুযায়ী, বরিশাল জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে চারজন, পিরোজপুর জেলায় সাতজন, বরগুনায় চারজন এবং ভোলায় দুইজন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

আর সব মিলিয়ে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে বুধবার (০৫ জুলাই) বিকেল পর্যন্ত ১৪০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

এদিকে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সর্বাত্মক প্রস্তুতি আছে বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ
মণ্ডল। তিনি বলেন, উপজেলা পর্যায়েও রোগীদের জন্য সরকারিভাবে ডেঙ্গু পরীক্ষা ও মশারি সরবরাহ করা হচ্ছে। চিকিৎসা নিয়ে সংকট নেই। আমাদের সবাইকে শুধু বাড়তি সতর্ক থাকবে হবে।

তিনি আরও বলেন, আমাদের আশঙ্কা সামনে বরিশালে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে পারে। তবে এটা নিয়ে আতঙ্কের কিছু নেই। সবাই এই রোগ সৃষ্টির বিষয়ে সচেতন হলে ডেঙ্গু থেকে মুক্তি পাওয়া সম্ভব।

এদিকে পরিসংখ্যান বলছে বিভাগে চলতি মৌসুমে বুধবার পর্যন্ত ৭১২ জন মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫৭১ জন চিকিৎসায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে চলে গেছেন এবং একজনের মৃত্যু হয়েছে। আর বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ১৪০ জন।

এদিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন বাড়ছে চিকিৎসাধীন রোগীর সংখ্যা। মঙ্গলবারের তথ্য অনুযায়ী এই হাসপাতালে ৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

আর নানা সংকটের মধ্যেও ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম। তিনি বলেন, স্থান সংকটের কারণে ডেঙ্গু রোগীদের আলাদা স্থানে চিকিৎসা দেওয়া যাচ্ছে না। তাই সীমিত সময়ের মধ্যে ডেঙ্গু রোগীদের যাবতীয় সমস্যা সমাধানসহ তাদের চিকিৎসায় সর্বাত্মক চেষ্টা চলছে।

চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত ৫ মাসে ডেঙ্গু সন্দেহে এই হাসপাতালে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫১ জন রোগী। আর শুধু জুন মাসে চিকিৎসা নিয়েছেন ১৪৯ জন।

সর্বশেষ