১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে ২৬ জেলের জেল-জরিমানা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক : বরিশালে মা ইলিশ সংরক্ষণে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ জেলেকে কারাদণ্ড ও ৪ জেলেকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি ৩ লাখ মিটার জাল জব্দ করে তা বিনষ্ট করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসনের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের নির্দেশনায় বরিশালের বিভিন্ন উপজেলার নদ-নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন।

অভিযানে ২২ জেলেকে জেল-জরিমানা ছাড়াও জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দ করা ইলিশ মাছ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

অভিযানে এ পর্যন্ত বরিশাল জেলায় ৩১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৫৯ জনকে ২ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি এ সময়কালে ২১ লাখ মিটার জাল ধ্বংস করা হয়েছে।

সর্বশেষ