২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে সমন্বিত পরিদর্শন ও পর্যবেক্ষণ টিমের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কল কারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনা রোধে এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করণের লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ,বরিশালের উদ্যোগে সমন্বিত পরিদর্শন ও পর্যবেক্ষণ টিমের প্রশিক্ষণ ১২ ডিসেম্বর ২০২১ তারিখ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর , আমানতগঞ্জ, বরিশালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব মোঃ ওয়াহেদুর রহমান (যুগ্ম-সচিব)। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ ইউসুফ আলী, উপ মহাপরিদর্শক , কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। এছাড়া কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহাপরিদর্শক (সেফটি), জনাব মোঃ ফরিদ আহমেদ, জনাব মোঃ শহিদুল ইসলাম (উপসচিব), এফবিসিসিআইয়ের প্রতিনিধি, বরিশাল চেম্বারের সহসভাপতি এবং বিভিন্ন দপ্তরের সমন্বিত পরিদর্শন ও পর্যবেক্ষণ টিমের সদস্য গন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কল কারখানা ও প্রতিষ্ঠানে সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করা না গেলে বিশ্ববাজারে টিকে থাকা আমাদের জন্য কঠিন হবে। প্রতিযোগিতামূলক বিশ্বে বাজারে টিকে থাকতে হলে অবশ্যই নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি বিভিন্ন দপ্তরের সরকারি প্রতিনিধি, মালিক সমিতি, শ্রমিক প্রতিনিধি সহ সকলের যৌথ প্রচেষ্টায় সকল প্রতিষ্ঠানে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। সভাপতি জনাব মোঃ ইউসুফ আলী তার বক্তব্যে, সমন্বিত পরিদর্শন ও পর্যবেক্ষণ টিমের প্রতিনিধিদের পরিদর্শন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ