২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশাল কাশিপুরে প্রয়াত মুরব্বীদের স্বপ্ন বাস্তবায়ন করলো বর্তমান প্রজন্ম

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পারভেজ সরদার:  বিসিসি’র ২৯নং ওয়ার্ড ইছাকাঠীতে একটি বড় জামে মসজিদ স্থাপনের স্বপ্ন দেখেছিলেন কয়েকজন তাকওয়াবান মুসল্লী। সেমর্মে ১৯৫৫ সালে মসজিদের ভিত্তি স্থাপন করা হয়। পরে সেখানে টিনের মসজিদ নির্মাণের মধ্য দিয়ে শুরু।  ইতঃমধ্যে সেসব উদ্যোক্তাদের মধ্যে  অনেকে মারাও গেছেন। অবশেষে গত শুক্রবার উদ্বোধন করা হলে পাঁচতলা প্লানের একতলা সম্পন্ন হওয়া ইছাকাঠী কেন্দ্রীয় জামে মসজিদের নতুন ভবন । ঐসব মুরব্বীদের উত্তরসূরীরা এটা বাস্তবায়নে কাজ করেছেন।

জানা গেছে, মৄত মাওলানা মুজিবুল হক সাহেবের নেতৃত্বে এই মসজিদের কাজ শুরু করা হয়। তৎকালীন সময়ে মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করেন সাইদুর রহমান মোল্লা , আলী আকবর তালুকদার, মোঃ আমীর আলী খান , মজিবুর রহমান বাঘা, আলহাজ্ব আব্দুল গনি হাওলাদার, লতিফ গাজী মোঃ জয়নাল আবেদীন সরদার, মোঃ হাসান আলী মোল্লা, ইদ্রিস আলী মোল্লা , আজিজুল হক মাণিক, সৈয়দ আহমেদ সরদার , আব্দুল সাত্তার সরদার, আবু বক্কর সিদ্দিক, হারুন অর রশিদ সরদার , মোঃ হাসান আলী মোল্লা , জয়নাল আবেদীন সরদার, আলমগীর সরদার , আব্দুল লতিফ কাজী , বেলায়েত মাঝী, হাসেম আলী মাস্টার, নূর হোসেন মাঝি ,গিয়াস উদ্দিন মাঝি , মনসুর মাস্টার সহ এলাকার মানুষ।  তাদের স্বপ্ন ছিল এলাকার ভিতরে সুন্দর একটি বড় মসজিদ হবে, ইচ্ছা থাকলেও আসলে সামর্থের বাইরে ছিল সেই স্বপ্ন । তারই ধারাবাহিকতায় এলাকার মুরুব্বি সহ যুবকরা তাদের নিজ উদ্যোগেই নতুন ভবনের সম্পূর্ণ কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।

গত শুক্তবার জুম্মায় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এ কে এম সুলতান পিরোজপুর মহিলা কলেজ। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর ফরিদ আহমেদ। সভায় সভাপতিত্ব করেন মাওলানা সিরাজুল হক।

এ সময় আরো উপস্থিত ছিলেন ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরান মোল্লা, মসজিদ কমিটির সভাপতি আব্দুল আলী মিয়া, আলহাজ্ব আব্দুল আজিজ কাজী , মোঃ হারুন-অর-রশিদ, আনিসুল ইসলাম তালুকদার, জিয়া হায়দার সুমন , মাওলানা এনায়েতুল্লাহ , সাংবাদিক নুরুজ্জামান , আবুল হোসেন মাস্টার , মোহাম্মদ মিলন গাজী , মোঃ আজগর তালুকদার, রুবেল হাওলাদার, রাসেল খান, হাফেজ এছানুর রশীদ,স্বাধীন সহ এলাকার যুবকরা।

সেখানে গুরত্বপূর্ণ বয়ান রাখেন মাওলানা মাইনুল হক সাহেব খতিব বায়তুল ফালাহ জামে মসজিদ । পবিত্র জুমার নামাজ পড়ান মাওলানা মুজিবুল হক সাহেবের সুযোগ্য সন্তান আলহাজ্ব মাওলানা মোজাম্মেল হক সাহেব খতিব ইছাকাঠী কেন্দ্রীয় জামে মসজিদ।

সর্বশেষ