৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশাল জেলা (দঃ) বিএনপি’র আহ্বায়ক হলেন আবুল হোসেন খান

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরিশাল বাণী: বরিশাল দক্ষিন জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষনা করা হয়েছে। ঘোষিত কমিটিতে
আহবায়ক হয়েছেন বরিশাল- ৬ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবুল হোসেন খান। সদস্য সচিব হয়েছেন দক্ষিন জেলা বিএনপির পূর্বের কমিটির সাধারন সম্পাদক এ্যাড.আবুল কালাম শাহীন। ওই বিজ্ঞপ্তিতে ভোলা জেলারও আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।
এদিকে নতুন কমিটি ঘোষনায় বিএনপির দলীয় কার্যালয়ে মিষ্টি বিতরন করা হয়েছে। পূর্বের আহবায়ক কমিটি বাতিল করে নতুন করে কমিটি দেয়ায় আনন্দ প্রকাশ করেছে তৃনমুল নেতাকর্মীরা।
এ বিষয়ে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল) বিলকিস জাহান শিরীন জানান, দলের প্রয়োজনে পরিবর্তন করে নতুন কমিটি দেয়া হয়েছে। দল যদি ক্ষতিগ্রস্থ হয়, তাহলে কমিটি বাদ দিয়ে নতুন করে করবে এটা স্বাভাবিক বিষয়। এখানে সেটা করা হয়েছে। এটা অন্য সকলের জন্য একটা মেসেজ। যারা দলের জন্য কাজ করবে না। তাদের যে কোন সময় বাদ দেয়া হবে।
আগের পূর্নাঙ্গ কমিটি বিলুপ্ত করে এ্যাড. মুজিবুর রহমান নান্টুকে আহবায়ক ও আক্তার হোসেন মেবুলকে সদস্য সচিব করে দক্ষিন জেলা বিএনপির কমিটি ঘোষনা করা হয়েছিলো।
কিন্তু তাদের বিরুদ্ধে খামখেয়ালীপনা, পদ বানিজ্য, তৃনমুলকে উপেক্ষা করে নিজেদের পছন্দের লোকদের নিয়ে কমিটি গঠন করার অভিযোগ উঠে। তাদের এসব কর্মকান্ডের বিরুদ্ধে দক্ষিন জেলার আওতাধীন সকল উপজেলা কমিটি কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কাছে অভিযোগ দেয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সকল অভিযোগের সত্যতার প্রমান পেয়ে তাদের সরিয়ে নতুন করে কমিটি দেয়া হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।
এছাড়াও গোলাম নবী আলমগীরকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট ভোলা জেলার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রথম যুগ্ম আহবায়ক হলেন শফিউর রহমান কিরন ও সদস্য সচিব হলেন রাইসুল আলম। পূর্নাঙ্গ কমিটি ভেঙ্গে আহবায়ক কমিটি করা হয়েছে।

সর্বশেষ