১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
ভোলায় ক্রিকেট ব্যাটের আঘাতে যুবকের মৃত্যু, থানায় মামলা পটুয়াখালীতে স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন গলাচিপায় স্ত্রীর স্বীকৃতি দাবিতে স্বামী 'র বাড়িতে অনশন ডিবির অভিযানে সাড়ে ৪ লক্ষ টাকার ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী আটক! কাঠালিয়া প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাকে পিটিয়ে জখম ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ - আহত ৩ । উজিরপুরে হানিফ পরিবহন ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ বিয়ের দাবী নিয়ে ইডেন পড়ুয়া ছাত্রী চরফ্যাশন প্রেমিকার বাড়িতে ২দফা অনশন! শিক্ষিকাকে কুপিয়ে হত্যার চেস্টা, গ্রেপ্তার-১ সাংবাদিক শাহিন হাফিজের "মা" র মৃত্যু, এনডিবিএ'র শোক প্রকাশ

বরিশাল নগরীতে ঝুঁকিপূর্ন ভবনমালিক কতৃক পুকুর ভরাটের পায়তারা !

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরিশাল বাণী: বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সামসু মিয়ার গ্যারেজ এলাকার সিকদার পাড়ায় একটি ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়া ওই ঝুঁকিপূর্ণ ভবন মালিক পুকুর ভরাট করার পায়তারা করছে বলেও অভিযোগ রয়েছে। বিভিন্ন গনমাধ্যমে সিকদারপাড়া এলাকাবাসীদের পক্ষে দেয়া অভিযোগে জানা গেছে, ওই এলাকার ৫৬৫ নং হোল্ডিংধারী জনৈক নিরঞ্জন মন্ডলের নিজ বসবাসকৃত ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ন। ভবনটি ইতোমধ্যে প্রায় দইি ফুটেরও বেশী পিছনে ঝুঁকে পড়েছে। এব্যাপারে ভবন মালিকের কাছে এলাকাবাসী অভিযোগ করলে সে তার ফাটল ধরা ভবনে প্লাস্টার দিয়ে তার দায়িত্ব শেষ করে। এছাড়া তার ঝুঁকিপূর্ন দোতলা ভবনটি রক্ষার্থে সে ভবনের পিছনে পুকুরের কিছু অংশ ভরাট করে আরেকটি তিনতলা ভবন তৈরি করেছে। এলাকাবাসীর অভিযোগ এ ভবন নির্মানে সিটি কর্পোরেশনের আইন মানা হয়নি। এলাকাবাসীদের পক্ষে দেয়া অভিযোগে আরো জানা গেছে অভিযুক্ত নিরঞ্জন মন্ডলের জামাতা সিটি কর্পোরেশনের যান্ত্রিক শাখার প্রকৌশলী (বর্তমানে চাকুরীচ্যুত) থাকার সুবাদে অবৈধভাবে ভবন নির্মানে বাঁধা দিয়ে কোন কাজ হয়নি। এব্যাপাারে এলঅকাবাসীর পক্ষ থেকে গত বছর সিটি কর্পোরেশনের অভিযোগ বাক্সে এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। বর্তমানে শীত মৌসুম শুরু হওয়ায় ভবন সংলগ্ন পুকুরের পানি কমে যাওয়ায় ভবনের সামনের অংশে নতুন করে ফাটল দেখা দিয়েছে। এব্যাপারে আতংকিত এরকাবাসীদের কয়েকজন নিরঞ্জন মন্ডলের সাথে কথা বললে তিনি তাদের জানান, পিছনের পুকুর ভরাট করলে আর সমস্যা থাকবেনা। এলাকাবাসীর অভিযোগ, ভবন মালিক ইতোমধ্যে সীমানা তৈরি করে পুকুর ভরাটের জন্য পায়তারা শুরু করেছে। এলাকাবাসীর মতে, জলাধার আইন পরিপন্থী কাজের মাধ্যমে পুকুর ভরাট করে এলাকাবাসীকে জলাবদ্ধতার মধ্যে ফেলে দেয়ার নতুন পায়তায়া শুরু হয়েছে। এব্যাপাারে এলাকাবাসী বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রসহ পরিবেশবাদীদের হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ