১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
নেছারাবাদে জমি নিয়ে বিরোধে ভাগনেকে পিটিয়ে হত্যা, মামা-মামি আটক তালতলীতে ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল অতিরিক্ত ভাড়া দিয়ে কর্মস্থলে ফিরছে দক্ষিণের মানুষ উপজেলা নির্বাচন শতভাগ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে : বিভাগীয় কমিশনার দুর্গাসাগরে অষ্টমী স্নানোৎসব গণ মানুষের সহযোগীতায় আমি সংসদ সদস্য হয়েছি : গণ সংবর্ধনায় সাংসদ টুকু নলছিটিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার দুই মৎস্য কর্মকর্তার চাঁদাবাজি ও গণধোলাইয়ের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা আমতলীতে সাংসদ গোলাম সরোয়ার টুকুর গণ সংবর্ধনা নবগঠিত পৌর মেয়র, কাউন্সিলদের পরিচিতি ঝালকাঠিতে উপজেলায় নির্বাচন করতে ২১ বছরের ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

বরিশাল নগরীতে ২৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাণী ডেস্ক।।
বরিশাল নগরীর রসুলপুর বস্তির একটি বাসায় অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (০১ ডিসেম্বর) রাতে এ অভিযান চালায় কোতয়ালী মডেল থানা পুলিশ।

আটককৃতরা হলো- রসুলপুর বস্তির ২ নম্বর গুলির মো. ফারুক হাওলাদারের ছেলে মো. পলাশ হাওলাদার (৩৮) এবং নগরীর ৬ নম্বর ওয়ার্ড হকার্স মার্কেট এলাকার মন্টু হাওলাদারের ছেলে দিপু হাওলাদার (২০)।

বৃহস্পতিবার দুপুরে কোতয়ালী থানায় আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিন) ফজলুল করিম জানান, আসামীরা রসুলপুর চরে দির্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো।

কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেনের নেতৃত্বে উপ-পুলিশ পরিদর্শক(এসআই) মেহেদী হাসান-২, এস আই রিয়াজুল ইসলামসহ একটি দল ওই বস্তির ২ নম্বর গলির পলাশ হাওলাদারের ঘরে অভিযান চালায়। এ সময় ৩টিস্কুলে ব্যাগের মধ্যে রক্ষিত ২৫ কেজি গাঁজা উদ্ধার এবং অভিযুক্ত পলাশ ও তার সহযোগী দিপুকে আটক করে তারা।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দির্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক ২জন সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছে।

গাঁজাসহ আটক দিপুর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আরও দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বলে জানান অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিন) ফজলুল করিম। প্রেস ব্রিফিংয়ের সময় কোতয়ালী মডেল থানার ওসি মো. আজিমুল করিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ