১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বরিশাল নগরীর নতুন সড়কে নেই গতিরোধক, বাড়ছে দূর্ঘটনা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এম সাইফুল ইসলাম (রাজু)–
বরিশাল নগরীর গুরুত্বপূর্ন কিছু সড়কের সংস্কার করে নগরীর রুপ পাল্টে দিয়েছে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। খানাখন্দে ভরা গুরুত্বপূর্ন সড়ক গুলো মেরামত করে তাতে দেয়া হয়েছে নতুন রুপ। পিচ ঢালা রাস্তা দেখলে যেন মন জুড়িয়ে যায়। মনে রাখার বালাই নেই যে কিছুদিন পূর্বে এ সড়কটিতে বড় বড় গর্ত ছিল। সম্প্রতি সড়কটি সংস্কারের কাজ পান এম খান গ্রুপের ঠিকাদারী প্রতিষ্ঠান। তাদের মাধ্যমে সড়কের সংস্কার করা হয়। কিন্তু বরিশাল নগরীর এই চকচকে সড়কগুলোতে প্রতিনিয়ত মৃত্যু ছাপ পরিলক্ষিত হয়। কেননা সড়কে কোথায় নেই গতিরোধক । ফলে প্রতিনিয়ত দূর্ঘটনার সম্মুখিন হতে হচ্ছে নগরবাসীকে। পূর্বের সড়কে বিভিন্ন পয়েন্টে গতিরোধক বা স্প্রিড ব্রেকার থাকলেও নতুন সড়কে তা মিলিয়ে গেছে। নগরীর গুরুত্বপূর্ন জায়গা হচ্ছে শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। যেখানে প্রতিদিন অনেক রোগী ও রোগীর স্বজনদের আনাগোনা। সেখানে নেই গতিরোধক। যার ফলে যানবাহন তাদের গতি না কমিয়ে দ্রুত গতিতে চলাচল করে। নগরীর সাগরদী থেকে শুরু করে লঞ্চঘাট পর্যন্ত সড়কে একটিও গতিরোধক নেই। বেশকিছুদিন পূর্বে নগরীর কেডিসি সংলগ্ন মটরসাইকেল ও অটোরিক্সার সংঘর্ষে ১জন নারী নিহত ও ২ জন আহত হয় । এছাড়া প্রতিদিন এই নতুন সড়কগুলোতে ঘটছে দূঘর্টনা। তাই শেবাচিম হাসপাতাল, আমতলার মোড়, কেডিসি, লঞ্চঘাট, চাঁদমারী বান্দরোড সংলগ্ন সড়কগুলোতে গতিরোধক একান্ত জরুরি বলে মনে করছেন সচেতন নাগরিকরা। তাই বরিশাল নগরীর গুরুত্বপূর্ন যে সব সড়ক সংস্কার করা হয়েছে সেগুলোতে যাতে গতিরোধক বসানো হয় তার জন্য সিটি কর্পোরেশনের নিকট জোর দাবী জানিয়েছে নগরবাসী।

সর্বশেষ