১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশাল নগরে ডিবি পুলিশের ব্লক রেইড

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

শামীম আহমেদ :: বরিশাল মেট্রোপলিন এলাকায় ব্লক রেইডের মাধ্যমে মাদক বিরোধী অভিযান শুরু করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১২ আগস্ট) দুপুরে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা ১২ মাদক কারবারির তালিকা নিয়ে একযোগে অভিযান পরিচালনা করেন বরিশাল নগরের রসুলপুর কলোনীতে। ওই অভিযানে যদিও কাউকে আটক কিংবা কোন ধরণের মাদকদ্রব্য উদ্ধার করা সম্ভব হয়নি। তবে অভিযান শেষে কলোনীবাসির সাথে খোলামেলা কথা বলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ডিবি) মোঃ মঞ্জুর রহমানসহ উর্ধতন কর্মকর্তারা।

এসময় পুলিশের ওপর জনগনকে আস্তা রাখার পাশাপাশি মাদক নির্মূলে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে কলোনীবাসীর সাথে আলোচনা করেন তারা।

এসময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ডিবি) মোঃ মঞ্জুর রহমান কলোনীকে মাদকমুক্ত রাখার জন্য বাসিন্দাদের প্রতি আহবান জানান। কলোনীবাসীও পুলিশকে সহায়তা করার বিষয়ে আশ্বস্ত করেন। অভিযান শেষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ডিবি) মোঃ মঞ্জুর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আজ আমরা মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে যারা তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী রয়েছে তাদের বাসায় ব্লক রেইডের মাধ্যমে অভিযান পরিচালনা করেছি। রসুলপুরের এই বস্তি থেকে মাদক নির্মূল করতে চাই, এ কাজের জন্য বস্তিবাসীর সহযোগীতাও চেয়েছি। আজ তাদের সাথে কথা বলেছি, তারা যেন আমাদের সহযোগীতা করেন। তারাও বলেছেন যে আমাদের সহযোগীতা করবেন।

তিনি বলেন, বরিশাল নগরের সকল স্পটসহ বিভিন্ন বস্তিতেই এই মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করবো। প্রত্যেক স্পটের মাদক ব্যবসায়ীদের তালিকা করছি। এই স্পটে ১২ জনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। বাকী স্পটগুলোতেও তালিকা অনুযায়ী একযোগে ব্লক রেইডের মাধ্যমে মাদক বিরোধী অভিযান চালানো হবে।

তিনি বলেন, ইনফর্মারের বিরুদ্ধেও অভিযোগ আসে। সে ক্ষেত্রে জনগণ যদি সহযোগীতা করে ইনফর্মারদের বিরুদ্ধে থাকা সেই অভিযোগগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারবো। কারণ জনগণ সহযোগীতা করলে সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব। তিনি বলেন, কেউ যদি চায় স্ব-ইচ্ছায় আত্মসমর্পন করতে তাহলে সে সুযোগ রয়েছে। পেশা পরিবর্তন করতে চাইলে ভালো পেশায় পুনর্বাসিত করার ব্যবস্থাও প্রয়োজনে করা হবে।”

সর্বশেষ