২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশাল নদী-বন্দর পল্টুনে পথকলি বস্ত্রহীন শিশুদের ব্যাতিক্রম আনন্দ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

শামীম আহমেদ ॥
কিসের ঘূর্নিঝড় আম্ফান আর কিসের করোনা ভাইরাস এসব নিয়ে কোন চিন্তা বা ভয়ভীতি কিছুই নেই নেই এদের মধ্যে । এরা যেযখন কাজ পায় করে সেখান থেকে যে কয়টাকা পাওয়া তাদিয়ে কোন রকম খেয়ে দেয়ে দিন পাড় করে অবশেষে এরা বরিশাল নদী-বন্দর এলাকার যেখানে মন চায় সেখানেই রাত পাড় করে দেয়।

এরা একরকম পথকলি শিশু এদেরকে বেশীরভাগ মানুষ এনামেই চেনে আবার কেহ ছিন্নমূল মানুষও বলে। বরিশালের ঘূর্নিঝড় আম্ফান কেটে গেছে কিন্তু আকাশ মেঘাছন্ন থাকার কারনে হালকা বাতাসের পাশাপাশি কির্তনখোলা নদীতে ছিল উত্তাল সেই উত্তাল ভরা পানিতে এসব পথকলি শিশুরা বস্ত্রহীন হয়ে নদী-বন্দর পল্টুন দিয়ে নদীতে ঝাপ দিয়ে উৎসব করে।

ছবিটি বৃহস্পতিবার (২১ই) মে দুপুরে বরিশাল নদী-বন্দর পল্টুন থেকে তোলা হয়েছে।

সর্বশেষ