১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বরিশালে গণধর্ষণ মামলার প্রধান আসামি সাকিব গ্রেপ্তার ভোলা থিয়েটারের কমিটিতে সভাপতি লিটন, সম্পাদক বাঁধন ভোলায় ক্রিকেট ব্যাটের আঘাতে যুবকের মৃত্যু, থানায় মামলা পটুয়াখালীতে স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন গলাচিপায় স্ত্রীর স্বীকৃতি দাবিতে স্বামী 'র বাড়িতে অনশন ডিবির অভিযানে সাড়ে ৪ লক্ষ টাকার ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী আটক! কাঠালিয়া প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাকে পিটিয়ে জখম ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ - আহত ৩ । উজিরপুরে হানিফ পরিবহন ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ বিয়ের দাবী নিয়ে ইডেন পড়ুয়া ছাত্রী চরফ্যাশন প্রেমিকার বাড়িতে ২দফা অনশন!

`বরিশাল বাণী`তে সংবাদ প্রকাশের পর কাজিরহাটের সেই রাস্তা মোরামত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কাজীরহাট, প্রতিনিধি

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নের রাস্তার বেহাল দশা `বরিশাল বাণী`তে সংবাদ প্রকাশের পর স্থাণীয় ইউপি সদস্য কামরুল ইসলাম ইদ্রিস লোকজন নিয়ে ভাঙ্গা ও দেবে যাওয়া রাস্তা মোরামত করেছেন বলে এলাকাবাসী জানিয়েছেন। উল্লেখ্য প্রায় ১০ বছরে ও উন্নয়নের ছোয়া নেই শুধু মডেল ইউনিয়ন নামেই পরিচিত। এমন একটি রাস্তার দৃশ্য দেখে মনে হয় স্থাণীয় জনপ্রতিনিধি শূন্য এমনটাই মন্ত্যব করেন । কাজীরহাট থানাধীন বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পূর্বরতনপুর গ্রামের রাস্তা নিয়ে এলাকাবাসী। সরজমিনে গেলে দেখা গেছে রাস্তাটি চৌমুহুনী থেকে ব্যাংকেরহাট আসা যাওয়ার রাস্তা। চৌমুহুনী একাধিক ব্যবসায়ীরা জানায়, প্রায় ৬ মাস ধরে রাস্তার ইট ভেঙ্গে গেছে এবং দেবে গিয়ে রাস্তার বেহাল দশায় পরিনত। গুরুত্বপূর্ন এই রাস্তা দিয়ে ব্যাংকেরহাট বাজার ও প্রাইমারী বিদ্যালয় সহ কৃষি ব্যাংকে এবং ৩-৪ টি গ্রামের লোকজনদের আসা যাওয়ার মাধ্যম। অপর দিকে কাজীরহাট বন্দর সহ বিভিন্ন স্থানে যেতে হলে চৌমুহুনী অতিক্রম করে যেতে হয়। স্থাণীয়রা জানায়, প্রায় ১০ বছর পূর্বে কাঁচা রাস্তা ছিল পরবর্তিতে ইট বসানো হয় সে থেকেই আর কোন উন্নয়নের ছোয়া নেই। এই রাস্তা দিয়ে দৈনিক শত শত লোকজনদের যাতায়ত মাধ্যম হলেও বিশেষ করে মটর বাইক, ইজি বাইক. ভ্যান আসা যাওয়া কষ্ট সাধ্য তবু জনপ্রতিনিধির কোন উন্নয়নের নামে মিলছেনা সাড়া। লোকজনেরা জানায়, এই রাস্তাট পিচ ঢালাই করনের নামে উন্নয়ন হওয়ার কথা থাকলেও স্থাণীয় জনপ্রতিনিধি মোড়লদের ম্যানেজ করে উন্নয়নের পিচ ঢালাইয়ের রাস্তাটি মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের নিয়ে গেছে। স্থাণীয়দের দাবী অতিদ্রুত রাস্তাটি মোরামত না করা হলে রাস্তাটি দেবে যাবে এবং রাস্তা সংলগ্ন খালে ভেঙ্গে পড়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। উর্দ্ভতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসী।

সর্বশেষ