২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বরিশাল বিএম কলেজের চিকিৎসা কেন্দ্র চালুর দাবি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরিশাল বিএম কলেজের চিকিৎসা কেন্দ্র চালুর দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। শনিবার ছাত্রফ্রন্ট বিএম কলেজ শাখার সভাপতি হাফিজুর রহমান রাকিব ও সাধারণ সম্পাদক বিজন সিকদার এক যুক্ত বিবৃতিতে বলেন, দক্ষিণ বাংলার অক্সফোর্ড খ্যাত সরকারি ব্রজমোহন কলেজে শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবার জন্য একটি চিকিৎসা কেন্দ্র রয়েছে। ছাত্রদের চিকিৎসা সেবার বলে কেন্দ্রের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায় করা হচ্ছে। কিন্তু কলেজ প্রশাসন তহবিল সংকটের অজুহাতে ২০২০ সালে চিকিৎসা কেন্দ্রটি বন্ধ করে দেয়।

তারা আরও বলেন, করোনাকালীণ সময়েও এই ফি আদায় বন্ধ হয়নি। বরং উচ্চহারে ফি আদায় করা হয়েছে যার বিরুদ্ধে শিক্ষার্থীদের বারবার আন্দোলন করেছে। কিন্তু কলেজ প্রশাসন শিক্ষার্থীদের কাছ থেকে চিকিৎসা ফি নিয়েও চিকিৎসা কেন্দ্রটি বন্ধ রেখেছে।

নেতৃবৃন্দ অবিলম্বে কলেজের চিকিৎসা কেন্দ্র চালু করার দাবি জানান।

সর্বশেষ