১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশাল বিভাগে করোনায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৭ রোগী

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২২৬ জনে। পাশাপাশি ২৪ ঘন্টায় আরো ১০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যাতে করে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১২ হাজার ৭৩৭ জনে।

মঙ্গলবার দুপুরের বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলাচলের জন্য আহবান জানিয়ে বলেন, করোনার প্রথম ঢেউয়ে বরিশাল বিভাগে সংক্রমনের হার কম ছিল। কিন্তু দ্বিতীয় ঢেউয়ে সংক্রমনের হার বেশি। এই অবস্থায় শুধু করোনার টিকা গ্রহন করলেই চলবে না স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

সূত্র জানায়- শের-ই বাংলা মেডিকেল কলেজ ও ভোলার আরটি পিসিআর ল্যাবে ৫১৩ জনের নমুনা পরিক্ষায় ১০৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে এ অঞ্চলে এখন গড় সনাক্তের হার ১৪.৫১%। বরিশাল, ভোলা, পিরোজপুর ও ঝালকাঠীর পরিস্থিতি এখনো যথেষ্ঠ নাজুক। পটুয়াখালী ও বরগুনার অবস্থাও খুব স্থিতিশীল না হলেও তুলনামূলকভাবে কিছুটা ভাল ছিল মঙ্গলবারে। স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেব অনুযায়ী গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন মাত্র আরো ১৪ জন। দক্ষিনাঞ্চলে সুস্থতার হার ৮৫.১৮%-এ হ্রাস পেয়েছে। যা ইতোপূর্বে ছিল ৯৮%-এরও বেশী।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসেব অনুযায়ী গত ২৪ ঘন্টায় বরিশাল জেলায় নতুন করোনা সংক্রমিতের সংখ্যা ছিল ৪৫ জন। যার মধ্যে ৩৩ জনই করোনার হটস্পট বরিশাল নগরীতে। মারা গেছেন একজন। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারভাইজার টানা ১৫ দিন চিকিৎসাধীন থাকার পরে হাসপাতালটির আইসিইউ’তে মারা গেছেন। এর ফলে বরিশাল নগরীতে ৫৬ জন সহ জেলায় মৃতের সংখ্যা দাড়াল ৯৬ জনে। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ৫ হাজার ৭৯৫ জনের মধ্যে করোনার অতুরঘড় বরিশাল নগরীতেই সংখ্যাটা প্রায় ৫ হাজার।

গত ২৪ ঘন্টায় ভোলাতেও নতুন করে ২৭ জন আক্রান্ত হয়েছেন। ফলে এ দ্বীপজেলাতে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ৪১৬ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪ জনের।

এছাড়াও পিরোজপুরেও গত ২৪ ঘন্টায় নতুনকরে ১৩ জন আক্রান্তের পাশাপাশি একজনের মৃত্যু হয়েছে। জেলার নেসারবাদ উপজেলার করোনা সংক্রমিত ৭০ বছর বয়স্ক এক ব্যক্তি নিজ বাড়ীতে মারা গেছেন। এনিয়ে জেলাটিতে আক্রান্তের সংখ্যা দাড়াল ১ হাজার ৪০৭ জনে। মারা গেছেন ২৯ জন।

দক্ষিণাঞ্চলের সবচেয়ে ছোট জেলা ঝালকাঠীতেও গত ২৪ ঘন্টায় আরো একজনের মৃত্যুর সাথে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১২ জন। এ নিয়ে ৪ উপজেলার ঝালকাঠীতে মারা গেলেন ২১ জন। আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৩ জন। জেলা শহরের বাহার রোডে ৭০ বছর বয়স্ক ঐ ব্যাক্তি বরিশাল শের-ই বাংলা মেডিকল কলেজ হাসপাতালে মারা গেছেন।

এসময়ে বরগুনাতেও নতুনকরে দুজন আক্রান্তের ফলে ৫ উপজেলার এ জেলাতে মোট আক্রান্তর সংখ্যা দাড়াল ১ হাজার ১৩৩ জনে। জেলাটিতে এ পর্যন্ত মারা গেছেন ২২জন।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মঙ্গলবার সকালে ৩৯ জন ছাড়াও আইসোলেশন ওয়ার্ডে ১২২ জন চিকিৎসাধীন ছিলেন। এছাড়াও হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আরো ১২ জন।’’

সর্বশেষ