২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বাকেরগঞ্জে গ্রামাঞ্চলে চোর-ডাকাত আতঙ্ক ! গায়ে মাখছেনা পুলিশ বরিশালে পেশাজীবি সমন্বয় পরিষদের ঈদ পুনর্মিলনী এবার তালতলীর আরেক ইউপি চেয়ারম্যানের আপত্তিকর ভিডিও ভাইরাল মনপুরায় ব্যবসায়ীর দোকান থেকে লক্ষাধিক টাকার মালামাল চুরি গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু বরগুনায় সাড়ে ৪ লাখ টাকার গাঁজাসহ কারবারী আটক বরিশাল সদর উপজেলা নির্বাচনে আমার কোন চেয়ারম্যান প্রার্থী নেই : পানিসম্পদ প্রতিমন্ত্রী রাঙ্গাবালীতে মুগডাল তোলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, দুই নারীসহ আহত ৭ ববি শিক্ষিকার চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ৩ দেশীয় তহবিলের অর্থে নির্মাণ হচ্ছে মীরগঞ্জ সেতু

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে অস্ত্র ঠেকিয়ে মারধরের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ! দীর্ঘ যানজটে ভোগান্তি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদকঃ

বরিশাল বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী এবং পরিবহন শ্রমিকদের সাথে সংঘর্ষের ঘটনায় পাঁচ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ১৭ ফেব্রুয়ারী সকালে এই যানজটের সৃষ্টি হয়েছে। পুর্বের ঘটনার জের ধরে শিক্ষাথীরা সকালে দুটি গাড়ির কাচ ভংচুর করলে আবার এই যানজটের সৃষ্টি হয় বলে জানা গেছে। গতকাল দুপুরে বিআরটিসি বাস কাউন্টারের স্টাফ কর্তৃক বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত ও লাঞ্ছিতের অভিযোগে প্রায় দুই ঘণ্টার মতো বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেলা দুইটার দিকে বরিশাল পটুয়াখালী মহাসড়কের রূপাতলী বাস টার্মিনাল এলাকায় এই বিক্ষোভ ও অবরোধ শুরু করে ববির শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। পরে পুলিশের আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।শিক্ষার্থীরা জানায়, ১৬ ফেব্রুয়ারী দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দুই শিক্ষার্থী তৌফিকুল সজল ও ফারজানা আক্তার বাড়িতে যাওয়ার জন্য বিআরটিসি বাস কাউন্টারে যায়। সেখানে রফিক নামের একজন বাস স্টাফের সঙ্গে কথা কাটাকাটি হয় তাদের। এর জেরে সজলকে ছুরিকাঘাত করে রফিক। এছাড়া, ফারজানাকে লাঞ্ছিত করার অভিযোগ করা হয়। এ ঘটনার সংবাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে দেড়টার দিকে তারা ঘটনাস্থলে হাজির হয়। দুপুর দুইটা থেকে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সুপ্রভাত হালদার বলেন, ‘খবর পেয়ে আমি ও অন্যান্য শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলাম। এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে। ১৭ ফেব্রুয়ারী সকাল থেকে আবাার সড়ক অবরোধের কারনে প্রায় ৫ কিলোমিটার , বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকা থেকে নথুল্লাবাত এলাকা পর্যন্ত যানজট লেগে যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোর সমঝোতার খবর পাওয়া যায়নি এদিকে পুলিশ বলছে, অভিযুক্তকে আটক করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ‘অভিযুক্ত রফিককে আটক করা হয়েছে। উদ্ভূত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেছেন। উত্তেজনা নিরসনে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ