১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি তরিকের অব্যাহতি প্রত্যাহার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তরিককে সংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২৮ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারন সম্পাদক নাছির উদ্দিন নাছির এই সিদ্ধান্তের অনুমোদন দেন।

জানা গেছে, ছাত্রদল নেতা তারিক ফেসবুকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও মিডিয়া সেলের সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক মোনায়েম মুন্নাকে নিয়ে নেতিবাচক মন্তব্যের অভিযোগ এনে বিগত ২১ মার্চ তাকে বহিষ্কার করা হয়েছিল। পরে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক তরিকুল ইসলাম তরিকের অব্যাহতি প্রত্যাহার করা হয়।

অভিযোগের বিষয়ে তরিকুল ইসলাম তারিক জানান, তাকে অন্যায়ভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তিনি যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। তার সঙ্গে জড়িত বরিশালে কয়েকজন লোভী নেতা ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়েছিলেন। কেন্দ্রীয় নেতারা তদন্ত করে সত্যতা না পেয়ে তার অব্যাহতি প্রত্যাহার করে নিয়েছে।

সর্বশেষ