১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বিদ্যালয়ে চলছে রমরমা কোচিং বানিজ্য

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরিশাল বাণী :  এসএসসি পরীক্ষা চলাকালীন সময় দেশের সকল কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করেছেন সরকারের শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে সরকারী বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয় চলছে সকাল বিকাল কোচিং বাণিজ্য। শুধু এই সময় নয় পুরো বছর জুরে এ কোচিং বানিজ্য চলছে।
অভিযোগ রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোচিং এ অংশগ্রহণ না করলে তাদের উপর চলে নানা অবহেলা। এমনকি পরীক্ষায় বিভিন্ন বিষয়ের উপর কম মার্ক পাওয়ার মতো ঘটনা। সরজমিন ঘুরে এ বিষয় নিশ্চিত হওয়া গেছে।
নাম না প্রকাশ শর্তে একাধিক শিক্ষার্থীর অভিভাবকরা জানান,  ক্লাসে শিক্ষকরা মনোযোগ সহকারে পাঠদান না করলেও  তারা কোচিং এ বেশি সময় দিচ্ছেন।  প্রতি জন শিক্ষার্থীদের কাছ থেকে ১২০০ টাকা আাদায় করছে।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পাপিয়া জেসমিন এর মোবাইলে যোগাযোগ করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়।
বরিশাল বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মোঃ আনোয়ার হোসেন জানান, বিষয়টা সে জানে না।

সর্বশেষ