১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন : নৌকা প্রার্থীর ৩৫ দফা ইশতেহার ঘোষণা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: উন্নয়নের ৩৫ দফা দিয়ে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন বরিশাল সিটি নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত।

বুধবার (৭ জুন) দুপুরে নগরের একটি কনভেনশন হলে সংবাদকর্মী ও সুধী সমাজের উপস্থিতিতে ওই ইশতেহার ঘোষণা করেন তিনি। নির্বাচিত হলে নগরের উন্নয়নে সম্ভব সব কিছু করার ঘোষণা দেন খোকন।

এদিকে আর মাত্র চার দিন পরই বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন। তাই শেষ মুহুর্তের প্রচার প্রচারণায় দিন রাত ছুটছেন প্রার্থীরা।

সকালে নগরের হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় গণসংযোগ করেন জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস। বরিশালে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই এবং সরকারের বিভিন্ন সংস্থা বিশেষ এক প্রার্থীর পক্ষে কাজ করছে বলে অভিযোগ করেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপনের গণসংযোগ শুরু হয় নগরের পলাশপুর এলাকা থেকে। হাতপাখার প্রার্থী মুফতি ফয়জুল করীম তার গণসংযোগ শুরু করেন নগরের কাউনিয়া এলাকা থেকে। শান্তি ও উন্নয়নের স্বার্থে তাকে ভোট দেওয়ার জন্য ভোটারদের অনুরোধ করার পাশাপাশি নির্বাচনের পরিবেশ ক্রমেই জটিল হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সর্বশেষ