১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

“বাঁকার বাঁকে বাঁকে” —-এ কে সরকার শাওন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাঁকার বাঁকে বাঁকে
—-এ কে সরকার শাওন

ঘাড়ত্যাড়া-একরোখা জগলু,
তাঁর ঘাড়ের রগটি বাঁকা!
বাঁকা বাঁকা কথা বলে সে,
যা নয়কো মোটেই ফাঁকা!

বাঁকা কথায় বন্ধু বেঁকো না,
ধরার সুন্দর সবই বাঁকা!
নদীর বাঁকা তীর সুন্দর,
তেমনি রাতের রাকা!

শিশুর বাঁকা হাসি সুন্দর,
দেখে গলে পাষাণেরও মন!
আকাশে বাঁকা রংধনু দেখে
সবার মন হয় চনমন!

শঙ্খ-সানাই, বীণ-বীণা বাঁকা,
বাঁকা নজরুলের ঝাকড়া চুল!
রবী ঠাকুরের দাড়ি বাঁকা,
বাঁকা লাল ঝুমকা ফুল!

প্রেয়সীর বাঁকা কাঁখ সুন্দর,
অতি সুন্দর বক্ষ বিদারণ!
তার বাঁকা চাহনি সুন্দর।
সুন্দর বাঁকা দুলের নাচন!

বাঁকা চিবুক, বাঁকা গ্রীবা,
সবই অনিন্দ্য সুন্দর!
বাঁকা কথায় নিত্য খুন হয়
প্রেম পিয়াসীর অন্তর!

নখ-নাক-চুল, হাতের রেখা
সব বাঁকায় ভরপুর!
বাঁকা ঠোটে আগুন ঝরে;
সাহিত্য রস টুইটুম্বুর!

কৃষানের হালের লাঙ্গল বাঁকা,
বাঁকা নদীর বাঁক-মৌচাক!
চোখের নজর, জিভের জল,
টানে বাঁকা শিং-চিংড়ীর ঝাঁক!

আম-কলা-কাঁঠাল বাঁকা,
আঁকা বাঁকা মেঠো পথ!
বাঁকা উড়ন্ত জাতীয় পতাকা
মনে জাগে না দীপ্ত শপথ?

লতা বাঁকা পাতা বাঁকা
বাঁকা ময়ূরপঙ্খী নাউ!
অশ্রু বাঁকা, হৃদয় বাঁকা,
বাঁকা জল-জলাঙ্গীর ঢেউ!

প্রিয়ার হাসি দেখতে ভাল
আয়েশে বাঁকা হয়ে বসে!
বাঁকা বাঁকে শিল্পের মেলা,
বুঝছি তাঁকে ভালবেসে!

সেতু বাঁকা, সুর বাঁকা
বাঁকা মুরলী বাশের বাঁশী!
সবচেয়ে দুখের বাঁকা কথা
তাঁর “এবার তবে আসি”!

সর্বশেষ