১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বরগুনায় জুয়া খেলার ছবি তোলায় সাংবাদিককে মা*রধর, ক্যামেরা ছিন*তাই দুর্যোগ মোকাবিলায় ১ কোটি স্বেচ্ছাসেবী গড়ে তোলার পরিকল্পনা মঠবাড়িয়ায় মাদ্রাসার নিয়োগে ৫০ লক্ষ টাকার উৎকোচ বানিজ্য ! পাথরঘাটায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থীকে শোকজ বরিশালে বাড়ছে তালপাখার চাহিদা অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে বরিশাল স্টেডিয়ামে : পানিসম্পদ প্রতিমন্ত্রী গলাচিপায় নাগরিক কমিটি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রেস বিফ্রিং যুক্তরাজ্যে বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশী চিকিৎসক ডা. শরিফুল হালিম উজিরপুরে নোটিশ ছাড়া দোকানপাট ঘরবাড়ি উচ্ছেদ ! বাংলাবাজার খানকায়ে নেছারিয়ায় মাসিক তা'লিমী জলসা অনুষ্ঠিত

বাংলাদেশের কোচ হয়ে আসছেন হাশান তিলকরত্নে

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

স্পোর্টস ডেস্ক।।
সবকিছু ঠিক থাকলে চলতি বছরের নভেম্বরে বাংলাদেশ জাতীয় নারী দলের প্রধান কোচের দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসছেন হাশান তিলকরত্নে। ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে দুই বছরের চুক্তি করেছেন তিলকরত্নে। বিসিবি নারী দলের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

জানিয়েছেন নভেম্বরের প্রথম সপ্তাহেই ঢাকায় পা রাখবেন লঙ্কানদের সাবেক ক্রিকেটার তিলেকারত্নে। এরপরই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিবেন নিগার সুলতানা জ্যোতি এবং সালমা খাতুনদের। মূলত বাংলাদেশ নারী দলের নিউজিল্যান্ড সফর দিয়েই প্রধান কোচের দায়িত্বে বসবেন লঙ্কান নারীদের সাবেক এই কোচ।

শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ‘তিলকরত্নে নভেম্বরের প্রথম সপ্তাহেই বাংলাদেশে আসবে। এরপর নিউজিল্যান্ড সফর থেকেই কাজ শুরু করবেন তিনি। তার সাথে আমরা দুই বছরের চুক্তি সম্পন্ন করেছি।’

হাশান তিলকরত্নে শ্রীলঙ্কার হয়ে ৮৩ টেস্ট খেলে ৪২.৮৭ গড়ে করেছেন ৪৫৪৫ রান। ২০ ফিফটির পাশাপাশি করেছেন ১১ সেঞ্চুরি।

এছাড়া ২০০ ওয়ানডে খেলে ২৯.৬০ গড়ে করেছেন ৩৭৮৯ রান। ১৩ অর্ধশতকের পাশাপাশি রয়েছে ২ সেঞ্চুরি। ১৯৯৬ সালে লঙ্কানদের বিশ্বকাপ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হাশান তিলকরত্নে।

সর্বশেষ