২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলা নববর্ষ উপলক্ষে ঝালাঠির রাজাপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিত অনুষ্ঠিত হয়েছে 

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাংলা নববর্ষ উপলক্ষে ঝালাঠির রাজাপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিত অনুষ্ঠিত হয়েছে। 

 সোমবার বিকেলে  উপজেলার সাংগর গ্রামের  শুক্তাগড় ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে স্থানীয় যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এ ঘোড় দৌড় প্রতিযোগিতায়  ৭ টি ঘোড়া অংশ নেয়। স্থানীয়রা জানিয়েছে,  বাংলা নববর্ষ উপলক্ষে 

এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গ্রামীন ঐতিহ্যের মেলা বসে। এ মেলায় গ্রামীন পরিবেশের  বিভিন্ন রকমের খাবার ও হরেক রকমের খেলনার পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। মেলা দেখতে দুর দুরান্তের শত শত নারী পুরুষ ও শিশুরা অংশ নেয়। হিন্দু- মুসলিম এক হয়ে সম্প্রতির বন্ধনে আবদ্ধ হয়ে আনন্দে মেতে ওঠে সবাই। মেলার আয়োজকরা জানান, ‘ বর্তমান প্রজন্মকে অতীত ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য প্রতি বছর এ ঘোড়দৌড় ও গ্রামীন মেলার আয়োজন করা হয়। স্থানীয়রা এখানে এসে আনন্দ উপভোগ করে। 

সর্বশেষ