৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বাউফলে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ মার্কেন্টাইল ব্যাংকের

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাউফল প্রতিনিধি ::: পটুয়াখালীর বাউফলের ১৫ ইউনিয়নের ছয় শতাধিক কৃষককে বিনামূল্যে মুগডালের বীজ ও সার বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) জেলার বাউফলের কালাইয়ায় সাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল চত্বরে এসব বীজ ও সার দেওয়া হয়।

অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন।

উপজেলার কালাইয়া, দাসপাড়া, ধুলিয়া, কালিশুরী, বাউফল, নাজিরপুর, বগা, নওমালা, মদনপুরা, কনকদিয়া, সূর্যমণি, কেশবপুর, কাছিপাড়া, আদাবাড়িয়া ও চন্দ্রদ্বীপ ইউনিয়নের ছয় শতাধিক কৃষক এ সুবিধা পেয়েছেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং ব্যাংকের করপোরেট অ্যাফেয়ারর্স ডিভিশনের প্রধান মো. মুকিতুল কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের অ্যাগ্রিকালচার ক্রেডিট ডিভিশনের প্রধান মোহাম্মদ সফরুজ্জামান খান, বরিশাল শাখা প্রধান গোলাম মাওলা, কালাইয়া শাখার প্রধান মো. আল-মামুন, দাসপাড়া ইউপি চেয়ারম্যান এ এন এম জাহাঙ্গীর।

এ অনুষ্ঠানে জনপ্রতিনিধি, স্থানীয় কৃষক, সংবাদকর্মী ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ