২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বাউফলে গ্রামীণ নারী দিবস উদযাপনে আলোচনা সভা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কামরুল হাসান, বাউফল প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফলে ১৫ অক্টোবর আন্র্Íজাতিক নারী দিবস-২০২০ পালিত হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে চরওয়াডেল সমবায় কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য:“কোভিড-১৯ প্রাদুর্ভাবে গ্রামীণ নারীর সক্ষমতা বৃদ্ধি” সামাজিক দূরত্ব রেখে এবং মাস্ক ব্যবহার মাধ্যমে দিবসটি অংশগ্রহন করেন চরাঞ্চলের অর্ধশত নারী। কৃষক জন সমবায় ফোরাম লিডার ফেরদাউস বেগম সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধারনাপত্র পাঠ করেন জন সমবায় দল কিশোরী সদস্য তানজিলা বেগম।

এএলআরডি সহযোগিতায় স্পিড ট্রাস্ট আয়োজনে‘কোভিড-১৯ মোকাবেলায় গ্রামীণ নারীর ভূমি-কৃষি-খাদ্য অধিকার এবং স্বাস্থ্য সেবা উপর আলোচনা করেন স্পিড ট্রাস্ট প্রোগ্রাম ম্যানেজার রিনা ঘোষ, বাউফল প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক মো: নাজিম উদ্দীন, এআরআরটি কাঞ্চন আলী, উদ্যোক্তা জয়নব বেগম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উজ্জীবক ও গনমাধ্যম কর্মী সাইফুল ইসলাম।

১৫/১০/২০

কামরুল হাসান

বাউফল প্রতিনিধি

০১৭১৭৪০৭৫২৩।

সর্বশেষ