২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
রাঙাবালীতে ইয়াবাসহ আটক-১ ঝালকাঠিতে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে আমতলীতে গরমে মাথা ঘুরে পড়ে গিয়ে নারীর মৃত্যু বরিশালে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধের দাবি রাজাপুরে শিক্ষার্থীদের অনুদানের বরাদ্দ ৫ হাজার, কিন্তু পেয়েছে ৩ হাজার! বরিশালে দরিদ্র মানুষের সংখ্যা বেশি থাকায় বেড়েছে শিশু শ্রমের হার নারী ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ সিরাজগঞ্জে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ প্রদান ৫ হাজার টাকা বরাদ্দ শিক্ষার্থীরা পেল ৩ হাজার রাজাপুরের সোনারগাঁও স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষকের বি... বরিশাল সদর উপজেলা নির্বাচন: প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

বাউফলে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি বেসরকারি ক্লিনিকে ‘ভুল চিকিৎসা’য় হ্যাপী বেগম (২৪) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে উপজেলার কালিশুরী বন্দরের মাজেদা মেমোরিয়াল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ঘটনা ঘটে। হ্যাপী বেগম উপজেলার কেশবপুর ইউনিয়নের সোহেল চৌকিদারের স্ত্রী।

মৃত হ্যাপী বেগমের দেবর সজীব চৌকিদার জানান, তার ভাবি হ্যাপী বেগমের প্রসব ব্যথা শুরু হলে শনিবার দুপুরে মাজেদা মেমোরিয়াল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করেন। সেখানে চিকিৎসক ডা. নয়ন সরকার প্রসূতি হ্যাপীর অস্ত্রোপচারের প্রয়োজনের কথা বললে, ওই দিনই সন্ধ্যয় নয়ন সরকার ও তার স্ত্রী চিকিৎসক পূজা ভান্ডারী অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পর পুত্র সন্তান জন্ম হলেও দীর্ঘ সময়েও জ্ঞান ফিরেনি হ্যাপী বেগমের। এক পর্যায়ে ওই দিন রাত দুইটার হ্যাপী বেগমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পরের দিন রবিবার রাত সাড়ে তিনটার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে চিকিৎসক নয়ন সরকারের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

সিভিল সার্জন জাহাঙ্গীর আলম সিপন বলেন, এর আগেও ওই চিকিৎসকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পেয়েছি। যার তদন্ত চলছে। এ বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ