১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বাউফলে স্কুলের ভবন নির্মাণ কাজে অনিয়ম, কাঁদামাটির মধ্যেই ঢালাই!

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফল পশ্চিম মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ বিস্তর অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কাঁদামাটির মধ্যে নিম্নমানের সিমেন্ট ও পাথর ব্যবহার করে ঢালাই দেয়া হচ্ছে ভবনের ভিত্তি (বেজ) এবং স্তম্ভ (কলাম)।

সংশ্লিষ্ট অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতায় প্রায় এক কোটি টাকা ব্যয়ে পশ্চিম মাঝপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ করা হচ্ছে। এর মধ্যে মূল ভবনের জন্য ব্যয় ধরা হয়েছে ৮৮ লাখ টাকা। বাকি ১২ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে পুকুর, মাঠ ভড়াট ও অন্যান্য কাজে। পটুয়াখালীর এমডি ফিরোজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই বিদ্যালয় ভবনের নির্মাণ কাজ করছেন।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান ফিরোজ অভিযোগ করে জানান, ঢালাইর সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের কোনো কর্মকর্তা বা কর্মচারী থাকেন না। ঠিকাদার প্রতিষ্ঠান যেমন খুশি কাজ করে যাচ্ছেন। বেইজের শর্ট কলাম ঢালাই দেয়া হয়েছে পানি-কাঁদার মধ্যে। নিম্নমানের সিমেন্ট ও সাদা মারা পাথর ব্যবহার করা হচ্ছে ঢালাই কাজে।

তিনি আরও জানান, গত দুই দিন ধরে (রবিবার ও সোমবার) শর্ট কলামের ঢালাই কাজ করা হয়েছে। এই সময়ে এলজিইডি অফিসের তদারকি কর্মকর্তা কিংবা কার্য সহকারি উপস্থিত ছিলেন না। এমনকি ঠিকাদার প্রতিষ্ঠানেরও কেউ ছিলেন না। ঠিকাদারের নিয়োজিত ৮ থেকে ১০ জন শ্রমিক নিজেদের খেয়াল খুশিমত কাজ করেছেন। এর ফলে কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে কাজের তদারকি কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হলেও তারা কোন গুরুত্ব দেননি।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি রনি হাওলাদারের সাথে যোগাযোগ করা হলে, তিনি পত্রিকায় সংবাদ প্রকাশ না করার জন্য উৎকোচের ইঙ্গিত দিয়ে অনুরোধ করে বলেন,‘ আমি এসে আপনার সাথে দেখা করবো। নিউজ করার দরকার নেই।’

এ ব্যাপারে কাজের তদারকি কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী সাইদুর রহমান সবুজ জানান, ‘জনবল কম থাকায় প্রতিদিন কাজের সাইডে যাওয়া যায় না। নির্মাণ কাজে কোন অনিয়ম হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে’।

সর্বশেষ