১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বরিশালে অনলাইন জুয়ারী গ্রেফতার বরিশাল বিমানবন্দর এরিয়া ভাঙ্গন রোধে কাজ করছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী বিমানবন্দরে গৃহবধূকে মারধর।। বঙ্গোপসাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা: চরম দুশ্চিন্তায় জেলেরা ! মায়ের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ মেয়ের, শাস্তির দাবিতে মানববন্ধন উজিরপুরে তাবিজ দেয়ায় ইমামকে বহিষ্কার, খুলে নেওয়া হলো দানের মালামাল বাউফলে বজ্রপাতে শ্রেণি কক্ষে সংজ্ঞা হারিয়ে হাসপাতালে দুই শিক্ষার্থী চরফ্যাশনে বিদ্যুৎস্পৃ*ষ্টে প্রাণ গেল শিশুর দশমিনায় মোবাইল না দিয়ে মায়ের বকাঝকা, এসএসসি পাস শিক্ষার্থীর আ*ত্মহ*ত্যা দুমকিতে কাওসার আমিনের উঠােন বৈঠকে হাজার হাজার জনতার ঢল

বাকেরগঞ্জে জমি বিরোধীদের জেরে ২ ভাইকে পিটিয়ে জখম ।।

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ।। বরিশালের বাকেরগঞ্জে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ ওবায়দুল্লাহ খান (৩৫) ও তার ছোট ভাই মুহিবুল্লাহ খান (৩০) কে কুপিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল সোমবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৫ টায় কাজলাকাঠি বাজারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

আহতরা হলো ওই থানার ৩ নং দারিয়াল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কাজলা কাঠি গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ খানের ছেলে।

আহত ছোট ভাই মুহিবুল্লাহ কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং বড় ভাই ওবায়দুল খান কে মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

আহত সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা রফিক মাওলানা গংদের সাথে ৮৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘ কয়েক বছর যাবত বিরোধ চলে আসছিল। রফিক মাওলানা তার দলবল নিয়ে ভুক্তভোগীর পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি জোরপূর্বভাবে ভোগ দখলের পায়তারা চালায়। এ নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান। ঘটনার দিন ভুক্তভোগী ওবায়দুল্লাহ খান বাজার করে বাড়ি ফেরার সময় পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হাতুড়ি , রামদা, ছুড়ি সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রফিক মাওলানা ও তার ছেলে আতিক সহ অজ্ঞাত ৮/১০ জন ভাড়াটে সন্ত্রাসীরা এ হামলা করে। বড় ভাইয়ের চিৎকার শুনে ছোট ভাই ছুটে আসলে তাকেও পিটিয়ে রক্তাক্ত জখম করে।

এ সময় আহতের সাথে থাকা ৫০ হাজার টাকা ছিনতাই করে সন্ত্রাসীরা পালিয়ে যায় বলেও ভুক্তোভোগীরা আরো বলেন।

এই ঘটনায় ঐ এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে । ভূমিদস্যু ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিমে ভর্তি করে।

এ বিষয়ে মামলাদায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

সর্বশেষ