১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় সাংবাদিক সংস্থা’র শোক প্রকাশ বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে কামরুল ইসলাম সজীবের মনোনয়নপত্র দাখিল নির্বাচিত হলে সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হবে – ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন আগামী জুনের মধ্যে অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক হবে- এমপি মেনন উজিরপুরে নয়া দিগন্তের সাংবাদিকের ওপর হামলা, মোটরসাইকেল ভাংচুর তালতলীতে তরুণীর বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা ইউপি চেয়ারম্যানের বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে এসএম জাকিরের মনোনয়ন দাখিল বরিশালে জমে উঠেছে উদীচীর বৈশাখী মেলা বরিশালের ২ উপজেলায় চেয়ারম্যান পদে লড়তে চান ১২ প্রার্থী বরিশাল নগরীতে সংখ্যালঘু নারী ও তার মেয়েকে মারধর

বাকেরগঞ্জে বৃদ্ধা নারীকে হত্যার চেষ্টা, শেবাচিমে ভর্তি!

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জাকিয়া বেগম (৫৫) নামের এক বৃদ্ধা নারীকে কুপিয়ে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুর ১১ টায় আহতের ঘরে প্রবেশ করে এ হামলা চালানো হয়। আহত জাকিয়া বেগম ওই থানার ১ নং ওয়ার্ড দিয়ার চড় গ্রামের বাসিন্দা মাওলানা তৈবুর রহমানের মেয়ে। বর্তমানে তিনি মুমূর্ষ অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা মৃত আউয়াল মুন্সির ছেলে সাইদুল মুন্সী গংরা দীর্ঘদিন যাবত জাকিয়া বেগমের পৈতৃক সম্পত্তি জোরপূর্ব ভাবে ভোগ দখলের চেষ্টা চালিয়ে আসছে। এই বিরোধ কে কেন্দ্র করে বিভিন্ন সময় জাকিয়া বেগমের পরিবারের উপরে হামলা ও মিথ্যা মামলার ভয় দেখিয়ে আসছিল প্রতিপক্ষরা।
এ নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান। ঘটনার দিন সাইদুল মুন্সী, দুলাল, বেলাল, জালাল, সাইফুল, মিরাজসহ অজ্ঞত চার /পাঁচ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা চালায়। অস্ত্রের আঘাতে আহতের বাম চোখে মারাত্মক ভাবে ও সারা শরীরে নীলা ফুলা জখম হয় । এ সময় ঘর দুয়ার ভাঙচুর ও লুটপাট চালিয়ে সন্ত্রাসীরা চলে যায় বলে ভুক্তভোগীর পরিবার আরও বলেন। এ হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরে স্থানীয়রা আহত কে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিমে প্রেরণ করে।বর্তমানে তিনি এ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে । তবে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে কর্তব্যরত চিকিৎসকরা জানান। আরো এলাকায় খোঁজ নিয়ে জানা যায় এ সন্ত্রাসীরা জংলি কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

সর্বশেষ