১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বাকেরগঞ্জে মসজিদের ইমামকে পেটালেন ইউপি চেয়ারম্যান

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মসজিদের ইমামকে পেটালেন ৩নং দাঁড়িয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সহিদ হাওলাদার। ইউপি চেয়ারম্যানের এমন বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচনার ঝড় বইছে এলাকা জুড়ে।

দাঁড়িয়াল ইউনিয়নের বামনিকাঠি গ্রামের হাওলাদার বাড়ি জামে মসজিদের ইমাম মো: জুবায়ের হোসেন সোহান বলেন, ১২ মার্চ (শুক্রবার) আসরের নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার পরপরই ইউপি চেয়ারম্যান সহিদ হাওলাদার আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে ও মারধর করেন। সেসময় তিনি বলতে থাকেন আর কখনও এই মসজিদে ইমামতি করলে আমাকে মেরে ফেলবে।

জানা যায়, হাওলাদার বাড়ির পারিবারিক দ্বন্দ্বের জের ধরে ইমামকে মারধর করেন ইউপি চেয়ারম্যান সহিদ হাওলাদার। মারধরের সময় উপস্থিত একাধিক ব্যক্তি চেয়ারম্যান সহিদ হাওলাদারকে বাঁধা দিলেও তার কোনো ভ্রুক্ষেপ করেননি তিনি।

ঐ মসজিদের মুসুল্লি আব্দুল লতিফ হাওলাদার বলেন, আসরের নামাজ পড়ে বের হওয়ার পর চেয়ারম্যান সহিদ হাওলাদার ইমাম সাহেবকে মারধর করেন। হাওলাদার বাড়ির নিজেদের মধ্যে ঝামেলা নিয়ে মসজিদের ইমামকে মারধর করা হয়েছে। এটা খুবই দুঃখজনক।

আরেক মুসুল্লি জাকির হাওলাদার বলেন, একজন ইমামের গায়ে হাত দেয়া মানে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনা। আমরা এটার যথাযথ বিচার চাই।

এসব বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান সহিদ হাওলাদার মোবাইলে একাধিক বার কল দিলেও রিসিভ করেননি তিনি।

সর্বশেষ