১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষিকাকে কুপিয়ে হত্যার চেস্টা, গ্রেপ্তার-১ সাংবাদিক শাহিন হাফিজের "মা" র মৃত্যু, এনডিবিএ'র শোক প্রকাশ মহাসড়কে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ করতে বরিশাল জেলা প্রশাসনের অভিযান পটুয়াখালীর দুমকিতে প্রাণিসম্পদ প্রদর্শনী  উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান বরিশালে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক বানারীপাড়ায় তহশিলদার ও সার্ভেয়ারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রিজন সেলে হাজতিকে হত্যার দাবি স্বজনদের, কারারক্ষীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দাম বেড়ে ফের রেকর্ড, স্বর্ণের ভরি ১ লাখ ২০ চরকাউয়া ইউনিয়ন যুবলীগের মতবিনিময় সভায় খান মামুন রাজাপুরে গ্যাস সিলিন্ডার লিক হয়ে মাইক্রোবাসে আগুন

বাঘের সঙ্গে ধস্তাধস্তি করে বেঁচে এলেন তিনি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

অনলাইন ডেস্ক।।
জেলে আবু সালেহ আকন (৪৫)। খালে মাছ ধরার সময় তাকে থাবা দেয় বাঘ। কামড় ও থাবা খেয়েও বাঘের সঙ্গে ধস্তাধস্তি করেছেন তিনি। লড়াই করে তিনি প্রাণে বেঁচে ফিরেছেন। রবিবার (১৭ এপ্রিল) সকালে বাগেরহাটের পূর্বসুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধরা এলাকার শুয়ারমারা খালে এ ঘটনা ঘটে।

বাঘের আক্রমণে শরীরে ক্ষত নিয়ে মোংলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জেলে সালেহ। এখন তাকে দেখতে হাসপাতালে উৎসুক মানুষের ভিড় চমেছে। এতে অনেকটা বেকায়দায় পড়েছেন কর্তৃপক্ষ।

জেলে আবু সালেহের বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলার দক্ষিণ বাজিকরখণ্ড গ্রামে। তার সঙ্গী মো. জেলানী মল্লিক বলেন, ‌‘রবিবার সকাল ৭টার দিকে সুন্দরবনের জিউধরা স্টেশনের শুয়ারমারা খালের মাথায় কচুবুনিয়া এলাকায় চরপাটা জাল মাছ ধরার সময় আবু সালেহ আকনের ওপর হঠাৎ একটি বাঘ আক্রমণ করে। পেছন থেকে বাঘটি আবু সাহলের ডান হাতে একটি কামড়, বাম হাতে-বাম ঘাড়ে ও পিঠে ৬টি থাবা দিয়ে আহত করে।’

‘বাঘের সঙ্গে একপর্যায়ে ধস্তাধস্তিতে জড়ান আবু সালেহ। তিনি খালে লাফিয়ে পড়ে চিৎকার শুরু করলে আমিসহ অন্য জেলেরা ছুটে এলে বাঘটি বনের গহীনে চলে যায়। পরে আমি ও সালেহের চাচাতো ভাই আসাদুল সরদারসহ অন্যরা তাকে উদ্ধার করে দুপুরে মোংলা উপজেলা হাসপাতালে ভর্তি করি।’

মোংলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সাল হোসেন স্বর্ণ বলেন, ‘জেলে সালেহের শরীরের বিভিন্ন জায়গায় বাঘের ৭টি কামড়, থাবা ও আঁচড়ের ক্ষত রয়েছে। তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বার মাসুমা বেগম বলেন, ‘সালেহ একজন পেশাদার জেলে। তার বাবাও জেলে ছিলেন। তিনি পাস পারমিট নিয়ে সুন্দরবনে চরপাটা জাল দিয়ে মাছ ধরতে গেলে বাঘের আক্রমণের শিকার হন। সালেহ খুব সাহসী হওয়ায় বাঘের সঙ্গে ধস্তাাধস্তি করে প্রাণে বেঁচে এসেছেন।’

সর্বশেষ