১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
সাংবাদিক শাহিন হাফিজের "মা" র মৃত্যু, এনডিবিএ'র শোক প্রকাশ মহাসড়কে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ করতে বরিশাল জেলা প্রশাসনের অভিযান পটুয়াখালীর দুমকিতে প্রাণিসম্পদ প্রদর্শনী  উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান বরিশালে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক বানারীপাড়ায় তহশিলদার ও সার্ভেয়ারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রিজন সেলে হাজতিকে হত্যার দাবি স্বজনদের, কারারক্ষীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দাম বেড়ে ফের রেকর্ড, স্বর্ণের ভরি ১ লাখ ২০ চরকাউয়া ইউনিয়ন যুবলীগের মতবিনিময় সভায় খান মামুন রাজাপুরে গ্যাস সিলিন্ডার লিক হয়ে মাইক্রোবাসে আগুন পিরোজপুরে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে জখম

বাদলপাড়ার হারুনের কাছ থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক জাহাঙ্গীর !

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রিপোর্ট অলিউল্লাহ:: বাকেরগঞ্জ উপজেলার বাদলপাড়া গ্রামের মো: হারুন -অর- রশিদ নামে এক ব্যক্তির কাছ থেকে জমি বিক্রির কথা বলে ১৫ লাখ টাকা হাতিয়ে নিল জাহাঙ্গীর আলম নামের এক যুবক ।

হারুন- অর -রশিদ বরিশাল বাণীকে বলেন, মো: জাহাঙ্গীর আলম, পিতা: ওয়াজেদ মোল্লা, মাতা: রাশিদা বেগম, টিভি রোড, কুঞ্জবন, পূর্ব রামপুরা, খিলগাও, ঢাকা। ভোটার আইডি ও জাতীয় পরিচয় পত্র নং-২৬৯৩৬২২৩১০৪৫৭, প্রতারক জাহাঙ্গীর আলম আমার কাছ থেকে ১৯/০৯/২০১৪ ইং তারিখ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং ২২/১০/১৪ ইং তারিখ তিন লক্ষ টাকা, ১১/১১/২০১৪ ইং তারিখ পাঁচ লক্ষ পয়ষট্টি হাজার টাকা, ১২/১২/২০১৪ ইং তারিখ পঁচাশি হাজার সর্বমোট পনের লক্ষ টাকা শাহাবাগ বারডেম জেনারেল হাসপাতালে বসে লেনদেন হয় । পরবর্তীতে পর্যবেক্ষণ দেখা যায় তাঁর জমির কাগজপত্র সঠিক নয়। টাকা চাহিলে বার বার ওয়াদা করে এবং কয়েক বার ওয়াদা করার পর আমাকে পাঁচ লক্ষ টাকার চেক প্রদান করেন, চেক নং- MCA 7383382, ইসলামী ব্যাংক লিমিটেড VIP Road (125276856) চেকটি পুবালি ব্যাংক,টাকা শিশু পার্ক শাখায় জমা দিলে চেকটি ফেরৎ আসে।

এই ঘটনায় ভুক্তভোগী হারুন-অর রশিদ রমনা থানায় প্রতারক জাহাঙ্গীর আলম এর নামে একটি সাধারণ ডায়েরি করেন।

সর্বশেষ